রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম থেকে প্রকাশিত সর্বপ্রথম সংবাদপত্র দৈনিক গিরিদর্পণ সম্পাদক পাহাড়ের চারণ সাংবাদিক আলহাজ্ব একেএম মকছুদ আহমেদের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার পর তিনি রাঙ্গামাটি জেলারেল হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। আজ ২১ ফেব্রুয়ারি শুক্রবার সকাল দশটায় শহিদ আবদুস শুক্কুর স্টেডিয়ামে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী, প্রেসক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, মরহুমের ছোট ভাই হুমায়ুন কবির, বিভিন্ন সংগঠন ও গণমাধ্যমের সংবাদকর্মী, আত্মীয়-স্বজন, বিভিন্ন রাজনৈতিক ও সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানাজায় ইমামতি করেন, জেলা আহলে সুন্নাতের সভাপতি আলহাজ্ব মাওলানা এম এ মুস্তফা হেজাজী। জানাজা শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়ি চট্টগ্রামের মীরসরাইয়ে দাফন করা হয়।
এর আগে সকাল নয়টায় সর্বস্তরের লোকজনের শ্রদ্ধা জানানোর জন্য রাঙ্গামাটি প্রেসক্লাবের সামনে তাঁর লাশ রাখা হয়। সেখানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সাধারণ লোকজন শ্রদ্ধা জানান।
সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
প্রসঙ্গত, একেএম মকছুদ আহমেদ ৫৬ বছর ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকার রাঙ্গামাটি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available