• ঢাকা
  • |
  • রবিবার ২৫শে ফাল্গুন ১৪৩১ সন্ধ্যা ০৬:৫৭:৩৭ (09-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৫শে ফাল্গুন ১৪৩১ সন্ধ্যা ০৬:৫৭:৩৭ (09-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

র‍্যাবের হাতে আটক ভোলার সাংবাদিক নির্যাতনকারী ৩ সন্ত্রাসী

৮ মার্চ ২০২৫ সকাল ১০:১৭:০০

র‍্যাবের হাতে আটক ভোলার সাংবাদিক নির্যাতনকারী ৩ সন্ত্রাসী

স্টাফ রিপোর্টার, ভোলা: ভোলায় সাংবাদিক নির্যাতনকারী তিন সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব। ৭ মার্চ শুক্রবার দিবাগত রাতে ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলো মো. কালিমুল্লাহ (৫০), মো. হাবিবউল্লাহ খোকন (৩৫), মো. শাকিল (৩০)।

জানা যায়, আটক আসামীরা গত ৪ মার্চ মঙ্গলবার একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে ভোলা শহরের খালপাড় এলাকায় একটি দোকান ঘর দখল করতে যায়। খবর পেয়ে সেখানে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের উপর অতর্কিত হামলা চালায় গ্রেফতার আসামীসহ অজ্ঞাতনামা আরও ২০-৩০ জন। এতে আহত হন ভোলা থেকে প্রকাশিত দৈনিক ‘ভোলা টাইমস’ এর প্রধান সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব, ‘ভোলা প্রকাশে’র সম্পাদক বিজয় বাইন, সাংবাদিক লিটন শেখসহ আরও ৩-৪ জন সংবাদকর্মী। পরে তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ভোলা থেকে প্রকাশিত অনলাইন ‘ভোলা প্রকাশে’র সম্পাদক বিজয় বাইন ভোলা সদর মডেল থানায় ৪ আসামীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-৩০ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে অভিযোগটি আমলে নিয়ে মামলা রুজু করে ভোলা সদর মডেল থানা। মামলা হওয়ার ৩ দিন অতিবাহিত হলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পরে ভোলায় দায়িত্বরত র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ৮ এ আসামীদের গ্রেফতারের জন্য অধিযাচন পত্র পাঠায় পুলিশ। পুলিশের পক্ষ থেকে অধিযাচন পত্র পেয়ে আসামীদের গ্রেফতারে মাঠে নামে র‍্যাব। লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভির নেতৃত্বে একটি দল আসামীদের অবস্থান সনাক্ত করে ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করে। পরে তাদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

এদিকে, আসামীদের গ্রেফতারে র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্পের সাহসী ভূমিকায় স্বস্তি প্রকাশ করেছে আহত সাংবাদিক ও তাদের পরিবার। পাশাপাশি ভোলায় কর্মরত সাংবাদিকরা আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ