নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সাংবাদিক অ্যাসোসিয়েশন (বিজেএ) এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ শুক্রবার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) ভবনে আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে বিজেএ’র সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে অংশ নেওয়ায় সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিজেএ সভাপতি কাজী আবদুস সামাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজেএ সাধারণ সম্পাদক মো.আলমগীর হোসেন।
ইফাতর ও দেয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আমার বার্তা পত্রিকার সম্পাদক মো. জাসিম উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের যুন্ম পরিচালক ও বিশিষ্ট লেখক গবেষক নাজমুল হুদা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বাংলাদেশ সাংবাদিক অ্যাসোসিয়েশন (বিজেএ) এর সহ-সভাপতি হাফিজুর রহমান, কোশাধ্যক্ষ আসাদুজ্জামান রনজু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ মহিউদ্দিন শাহিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শওকত আকবর রতন, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মোর্শেদ মারুফ, কল্যাণ সম্পাদক মো. মামুন শাহরিয়ার, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আবু আব্দুল্লাহ রোহিত, নির্বাহী সদস্য আসাদুজ্জামান আসাদ, রিমি সরদার এবং শাহ আলম সাগর।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সংগঠনের অন্যান্য সদস্যরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মতবিনিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই ইফতার মাহফিল পেশাদারিত্ব ও মানবিকতার সেতুবন্ধন তৈরি করেছে। ভবিষ্যতেও এমন আয়োজন সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পেশাদারিত্বকে আরও সুসংহত করবে বলে আশা করেছে বাংলাদেশ সাংবাদিক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available