সাভার প্রতিনিধি: ছাত্র-জনতার আন্দোলনে আগস্টে আহতদের চিকিৎসা সুন্দরভাবে না হওয়ার ব্যাপারে সরকারের কিছু ভুল ত্রুটি ছিলো বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
১৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআইএ) এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, দেশে অন্তর্বর্তী সরকার একটি বিপ্লবের মাধ্যমে এসেছে এবং আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এতে শহীদদের অবদান আছে ব্যাপক। যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছে তাদের সুস্থ হতে আরও ছয় থেকে সাত মাস লাগতে পারে। তাদের আমরা সুচিকিৎসার ব্যবস্থা করছি।
দেশের মানুষ আগে ইলিশ খাবে তার পরে রপ্তানি জানিয়ে তিনি বলেন, বিদেশ থেকে ডিম আমদানি এখনো শুরু হয়নি, ডিম আমদানি শুরু হলে দেশের প্রান্তিক খামারিরা ক্ষতিগ্রস্ত হতে পারে।
এসময় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসী, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহা পরিচালক ড. শাকিলা ফারুকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available