• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা পৌষ ১৪৩১ বিকাল ০৩:৫৮:৩৭ (18-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা পৌষ ১৪৩১ বিকাল ০৩:৫৮:৩৭ (18-Dec-2024)
  • - ৩৩° সে:

জাতীয়

বিশ্ব ইজতেমা: সাদপন্থিদের সাথে ৫ উপদেষ্টার বৈঠক

১৮ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:১১:৫৭

বিশ্ব ইজতেমা: সাদপন্থিদের সাথে ৫ উপদেষ্টার বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক: বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ও হতাহতের পর মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের নিয়ে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের ৫ উপদেষ্টা।১৮ ডিসেম্বর বুধবার বেলা ১১টায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ক ম খালিদ হোসেন উপস্থিত রয়েছেন। সাদ অনুসারী চারজন নেতা বৈঠকে যোগ দিয়েছেন। এই বৈঠকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অংশ নেওয়ার কথা রয়েছে।

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা প্রথম পর্বে আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত তাবলিগ জামাতের মাওলানা মোহাম্মদ জুবায়েরের অনুসারীরা (শুরায়ী নেজাম) আয়োজন করবেন। আগামী ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব তাবলিগ জামাতের মাওলানা সাদের অনুসারীরা আয়োজন করবেন।

বিশ্ব ইজতেমার আগে আগামী ২০ ডিসেম্বর থেকে পাঁচ দিনের জোড় ইজতেমা করার জন্য সাদ অনুসারী মুসল্লিরা ইজতেমা ময়দানে প্রবেশের চেষ্টা করছিলেন। আর সাদপন্থিরা যেন ইজতেমা ময়দানে প্রবেশ করতে না পারেন সে জন্য আগে থেকেই ময়দানে অবস্থান করছিলেন জুবায়েরপন্থিরা। মঙ্গলবার দিবাগত রাত তিনটার পর মাওলানা সাদ অনুসারী শত শত মুসল্লি কামারপাড়া ব্রিজ পার হয়ে ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের গেট দিয়ে ময়দানে প্রবেশ করেন।

এ সময় সাদপন্থিরা ইজতেমা ময়দানের ফটকে জুবায়ের অনুসারীরা পাহারায় থাকায় তাদের মারধর করে ফটক খুলে ময়দানে প্রবেশ করেন। ময়দানের বিভিন্ন স্থানে ঘুমিয়ে থাকা জুবায়েরপন্থি মুসল্লিদের ওপর হামলা চালান মাওলানা সাদের অনুসারীরা। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গলাচিপায় কচ্ছপ পাচারের সময় নারী আটক
১৮ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:৪৭:৩৫




নেত্রকোণায় ভাইয়ের হাতে ভাই খুন
১৮ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:২০:৩৩

নওগাঁয় হানাদার মুক্ত দিবস পালিত
১৮ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৫৮:৪১



শার্শা সীমান্ত থেকে পৃথক দুটি মরদেহ উদ্ধার
১৮ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:২১:০৫