• ঢাকা
  • |
  • রবিবার ২২শে পৌষ ১৪৩১ দুপুর ০২:৩৭:৫৮ (05-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২২শে পৌষ ১৪৩১ দুপুর ০২:৩৭:৫৮ (05-Jan-2025)
  • - ৩৩° সে:

জাতীয়

মৃদু ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম, সিলেট, ঢাকা

৩ জানুয়ারী ২০২৫ সকাল ১১:৩৫:৩৯

মৃদু ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম, সিলেট, ঢাকা

ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ ৩ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়।

ঢাকার নিকেতনে এশিয়ান টিভির অফিস থেকেও ভূকম্পনের টের পাওয়া গেছে। কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট ও রাঙামাটি থেকেও ভূমিকম্পের খবর পাওয়া গেছে বিভিন্ন জনের ফেসবুক স্ট্যাটাস থেকে।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর জানান, আজ সকাল ১০টা ৩২ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫।

তিনি আরও বলেন, ঢাকা থেকে ৪৮২ কিলোমিটার দূরে মিয়ানমারের একটি স্থান এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। এর প্রভাবে রাজধানীসহ উত্তর-পূর্বাঞ্চলের সিলেট এবং এর আশপাশের কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ মীহাম্মদ সজীব হোসাইন জানান, সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। ৫ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। আপাতত এইটুকু জেনেছি। পরবর্তীতে বিস্তারিত জানাবো।

অপরদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে ভারতের দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্যের নাগাল্যান্ডের ফেখ শহর থেকে ১২৮ কিলোমিটার দূরে ভূমিকম্পটির কেন্দ্র ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






আরিচা ও পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু
৫ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:০৯:৪২