• ঢাকা
  • |
  • রবিবার ৬ই মাঘ ১৪৩১ রাত ১১:৫৪:৫৯ (19-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৬ই মাঘ ১৪৩১ রাত ১১:৫৪:৫৯ (19-Jan-2025)
  • - ৩৩° সে:

জাতীয়

শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাব: প্রধান উপদেষ্টা

১৯ জানুয়ারী ২০২৫ রাত ০৮:৫৭:৩৯

শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাব: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: শিগগিরই ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

১৯ জানুয়ারি রোববার বিকাল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গুম-সংক্রান্ত তদন্ত কমিশনের (দ্য কমিশন অব এনকোয়ারি অন এনফোর্সড ডিসাপিয়ারেন্স) সদস্যরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠককালে এ কথা জানান তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানিয়ে ‘জয়েন্ট ইন্টারোগেশন সেল’ যা ‘আয়নাঘর’ নামে পরিচিতি পেয়েছে, সেগুলো পরিদর্শনের অনুরোধ জানান কমিশনের সদস্যরা।

প্রধান উপদেষ্টা কমিশনের আহ্বানে সাড়া দিয়ে বলেন, ‘আপনাদের তদন্তে যে ঘটনাগুলো উঠে এসেছে তা গা শিউরে ওঠার মতো। আমি শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাব।’

প্রধান উপদেষ্টা ‘আয়নাঘর’ পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত বোধ করবেন এবং অভয় পাবেন বলেও জানান তারা। বৈঠকে কয়েকটি গুমের ঘটনার নৃশংস বর্ণনাও প্রধান উপদেষ্টাকে শোনায় গুম-সংক্রান্ত তদন্ত কমিশন। এমনকি ছয় বছরের শিশুকেও গুমের বর্ণনা কমিশনের তদন্তে উঠে এসেছে বলে তারা জানান।

এ সময় প্রধান উপদেষ্টা গুমসংক্রান্ত তদন্ত কমিশনের (দ্য কমিশন অব এনকোয়ারি অন এনফোর্সড ডিসাপিয়ারেন্স) আহ্বানে সাড়া দিয়ে বলেন, আপনাদের তদন্তে যে ঘটনাগুলো উঠে এসেছে তা গা শিউরে ওঠার মতো। আমি শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










জাতীয় কবির নাতি বাবুল কাজী আর নেই
১৯ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:২১:৪০