• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে মাঘ ১৪৩১ সকাল ০৬:৫৬:৪৬ (11-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে মাঘ ১৪৩১ সকাল ০৬:৫৬:৪৬ (11-Feb-2025)
  • - ৩৩° সে:

জাতীয়

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে আমিরাত যাচ্ছেন প্রধান উপদেষ্টা

১০ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:১৮:৪০

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে আমিরাত যাচ্ছেন প্রধান উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি: ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৫-এ অংশ নিতে সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম আগামী ১১-১৩ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৫ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানান। অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তিনি দুবাই সফরে যাবেন, এতে উচ্ছ্বসিত সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা।

আরব আমিরা যেহেতু ব্যবসা ও বিনিয়োগবান্ধব এবং প্রবাসী শ্রমিকের প্রচুর চাহিদা রয়েছে সে প্রেক্ষিতে প্রবাসীরা মনে করেন, আমিরাত সরকারের সাথে এবার আলোচনায় গুরুত্ব পাবে ভিসা জটিলতার সমাধান, দক্ষ জনশক্তি রপ্তানি, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের বিষয়। এই বিষয়গুলো সমাধান হলে রেমিটেন্স প্রবাহ আরো ত্বরান্বিত হবে এবং আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, সামিটে বিশ্বের প্রায় ৩০ দেশের সরকারপ্রধান অংশ নেবেন। এতে ৮০টির বেশি আন্তর্জাতিক সংস্থা, ১৪০টি সরকারি প্রতিনিধি দল, ৬ হাজারের বেশি অংশগ্রহণকারী ও শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন। এখানে আলাপ আলোচনার মাধ্যমে বিষয়গুলোর সমাধান ও নতুন সম্ভাবনার দোয়ার উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্যের প্রথম বৈঠক
১০ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:১১:০৩