• ঢাকা
  • |
  • বুধবার ২৮শে ফাল্গুন ১৪৩১ সকাল ১০:৩৩:১৯ (12-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৮শে ফাল্গুন ১৪৩১ সকাল ১০:৩৩:১৯ (12-Mar-2025)
  • - ৩৩° সে:

জাতীয়

পরিবেশের টেকসই উন্নয়নে সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম: উপদেষ্টা রিজওয়ানা

১৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:২৪:৫৯

পরিবেশের টেকসই উন্নয়নে সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম: উপদেষ্টা রিজওয়ানা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বারিধারায় আনন্দ একাডেমি ফর পারফর্মিং আর্টসের উদ্বোধন করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারি শনিবার বিকেলে সোশ্যাল সার্ভিসেস অ্যান্ড ম্যানেজমেন্ট ট্রাস্টের নিজস্ব ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এ সময় তিনি বলেন, পরিবেশ ও সমাজের টেকসই উন্নয়নে সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম। সংস্কৃতি ও পরিবেশ পরস্পর সম্পর্কযুক্ত। সুস্থ সংস্কৃতিচর্চা পরিবেশ সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে। সংস্কৃতি মানুষের মনন গঠনের অন্যতম মাধ্যম।

উপদেষ্টা আরও বলেন, এ ট্রাস্টের লক্ষ্য উদ্দেশ্য হবে জনগণের কল্যাণে এবং মানবসেবায় নিয়োজিত থাকা। অসহায় এবং হতদরিদ্র মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা, বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর নির্মাণসহ বিভিন্ন সামাজিক ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে এ ট্রাস্ট।

এএসএমটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাসরীন সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এ.এস.এম.ও. সোবহান, এম. হারুনুর রশীদ, শাফাত আহমেদ চৌধুরী, মিসেস ইয়াসমীন মুর্শেদ, মনসুর আহমেদ চৌধুরীর, মিসেস নাসরীন সোবহান, কনক চাঁপা চাকমা, ব্যারিস্টার রেহান হুসেন, ডক্টর এস. এম. আকবর, এ.এফ. নেছার উদ্দিন প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ