নিজস্ব প্রতিবেদক: ঢাকাসহ সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মামলা ও অন্যান্য অপরাধে ৭৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে গ্রেফতার হয়েছেন মোট এক হাজার ১৪০ জন।
১৫ ফেব্রুয়ারি শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সদর দফতর।
এতে বলা হয়, গ্রেফতারের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় একটি পাইপ গান ও দেশীয় কুড়াল উদ্ধার করা হয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত চার হাজার ৮৪৭ জনকে গ্রেফতার করা হলো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available