• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে ফাল্গুন ১৪৩১ রাত ১০:৪০:৩০ (03-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১৯শে ফাল্গুন ১৪৩১ রাত ১০:৪০:৩০ (03-Mar-2025)
  • - ৩৩° সে:

জাতীয়

আবরার ফাহাদকে মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত করা হয়েছে

৩ মার্চ ২০২৫ সকাল ০৯:২৪:৫৩

আবরার ফাহাদকে মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত করা হয়েছে

ডেস্ক রিপোর্ট: অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতীক ও মুক্তচিন্তার প্রতিচ্ছবি হিসেবে আখ্যায়িত আবরার ফাহাদকে মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫-এ ভূষিত করা হয়েছে। এই পদকপ্রাপ্তি তার আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

৩ মার্চ সোমবার ভোর চারটা ৪৫ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) আবরার ফাহাদের স্বাধীনতা পদক প্রাপ্তিসহ তার আত্মত্যাগকে স্মরণ করে একটি পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ওই পোস্টে উপদেষ্টা আসিফ লেখেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক, মুক্ত চিন্তার এক প্রতিচ্ছবি আবরার ফাহাদ। মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫-এর ভূষিত হওয়া তার আত্মত্যাগের স্বীকৃতি। তার আদর্শ আমাদের আলোকিত করে, ন্যায়বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। জাতি তোমাকে ভুলবে না, আবরার!

২০১৯ সালের ৬ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে শিবির সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। আবরারের নির্মম মৃত্যু দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। শিক্ষাঙ্গনে সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রতীক হিসেবে তাকে স্মরণ করা হয়। তার আত্মত্যাগ ও সত্যের পক্ষে দৃঢ় অবস্থানের স্বীকৃতি হিসেবে তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পদকে ভূষিত করা হলো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা
৩ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:২৪:৫১