নিজস্ব প্রতিবেদক: সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ফের সংলাপে বসতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ ২০ মার্চ বৃহস্পতিবার প্রথম পর্যায়ে এলডিপির সাথে সংলাপে বসবে ঐকমত্য কমিশন। পর্যায়ক্রমে অন্য দলগুলোর সাথেও আলোচনায় বসবেন তারা। কমিশন বলছে, সংস্কার ছাড়া নির্বাচন দিলে সুফল মিলবে না। আর, স্বল্প আকারে সংস্কার হলে ডিসেম্বরই জাতীয় নির্বাচন সম্ভব।
আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্র সংস্কারের লক্ষ্য গুরুত্বপূর্ণ খাতে সংস্কার কার্যক্রম শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার। সংবিধান সংস্কার নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনসহ মোট ১১টি কমিশন আলাদাভাবে তাদের সংস্কার প্রস্তাব তুলে ধরেন। পরে ১২ ফেব্রুয়ারি গঠিত হয় সাত সদস্যের জাতীয় ঐক্যমত্য কমিশন।
সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশের ওপর মতামত চাওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। ১৮ মার্চ পর্যন্ত ৩৮টি রাজনৈতিক দলের মধ্যে ১৫টি দল তাদের মতামত উপস্থাপন করেছে। কমিশন বলছে, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পেলে আলোচনা দ্রুত অগ্রগতি পাবে। ভবিষ্যত প্রজন্মের স্বার্থে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাবে।
কতটুকু সংস্কার দরকার এটি নির্ভর করছে সংলাপের ওপর। একটি সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচনের স্বার্থে রাজনৈতিক দলগুলোর মাঝে সহায়কের ভূমিকা পালন করবে কমিশন। সংলাপের মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে স্বৈরাচারবিরোধী ঐক্য গড়ে উঠবে দাবি করে রাজনৈতিক দলগুলো বলছে, জরুরি সংস্কার আর জুলাই হত্যাকাণ্ডের যেসব ঘটনার প্রমাণ আছে সেগুলোর বিচার করেই নির্বাচন সম্ভব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available