নিজস্ব প্রতিবেদক: থাইল্যান্ড ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
৪ এপ্রিল শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে দেশটির প্রধানমন্ত্রী পাইতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি।
এসময় প্রধান উপদেষ্টা থাই প্রধানমন্ত্রীকে বলেন, ঢাকার থাই দূতাবাসের বেশি ভিসা প্রক্রিয়ার সক্ষমতা নেই। এতে থাইল্যান্ড ভ্রমণের জন্য অপেক্ষমাণ বাংলাদেশিদের দীর্ঘ বিলম্ব পোহাতে হচ্ছে এবং ভিসা প্রত্যাশীর লম্বা লাইন রয়েছে।
ড. ইউনূস বলেন, বাংলাদেশি যারা থাইল্যান্ডে চিকিৎসা নিতে আসেন, তারা অনেক ভিসা জটিলতার সম্মুখীন হন।
জবাবে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাইতংতার্ন সিনাওয়াত্রা প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করে জানান, তিনি বিষয়টি খতিয়ে দেখবেন।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস দুদেশের মধ্যে বাণিজ্য, জাহাজ চলাচল ও সমুদ্রসীমা সম্পর্ক এবং বিমান যোগাযোগ সম্প্রসারণেরও আহ্বান জানান থাই প্রধানমন্ত্রীকে।
ড. ইউনূস বলেন, চট্টগ্রাম থেকে ফ্লাইট চালু করা হলে বাংলাদেশ ও থাইল্যান্ড ভ্রমণের সময় কমিয়ে আনা যেতে পারে। এক দশকেরও বেশি সময় আগে চট্টগ্রাম থেকে থাইল্যান্ডের রিসোর্ট শহর চিয়াং মাইয়ের মধ্যে ফ্লাইট চালু করার সময় এয়ার এশিয়ার উদ্যোগের কথা স্মরণ করেন তিনি।
বিমসটেকের সভাপতির দায়িত্ব গ্রহণ করায় ড. ইউনূসকে অভিনন্দন জানিয়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের নেতৃত্ব এই আঞ্চলিক জোটে নতুন গতিশীলতা সঞ্চার করবে।
এসময় প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দীর্ঘস্থায়ী ও চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি থাইল্যান্ডের প্রয়াত রাজা ভূমিবলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, যিনি ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশকে দ্রুত স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
ড. ইউনূস আগামী সপ্তাহে ঢাকায় অনুষ্ঠেয় বিনিয়োগ সম্মেলনে থাই কোম্পানিগুলোকে যোগ দেওয়ার আমন্ত্রণও জানান। এসময় তিনি দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে দুই দেশের মধ্যে রেল, সড়ক, নৌ ও বিমান যোগাযোগ ব্যবস্থার উন্নতির ওপর গুরুত্বারোপ করেন।
এ প্রসঙ্গে পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘পরিস্থিতি অনুকূলে থাকলে থাইল্যান্ড, ভারত ও মিয়ানমারকে অন্তর্ভুক্ত করে ত্রিপক্ষীয় মহাসড়ক প্রকল্পে অংশ নিতে চায় বাংলাদেশ।
আনুষ্ঠানিক আলোচনা শুরু করার লক্ষ্যে উভয় দেশকে যত দ্রুত সম্ভব দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) জন্য একটি যৌথ সম্ভাব্যতা সমীক্ষা শুরুর প্রস্তাব করেন প্রধান উপদেষ্টা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available