• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই মাঘ ১৪৩১ ভোর ০৫:১৯:০৮ (29-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৫ই মাঘ ১৪৩১ ভোর ০৫:১৯:০৮ (29-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

দাদীর ইচ্ছা পূরণে হেলিকপ্টার চড়ে বিয়ে করতে গেলেন ব্যবসায়ী রায়হান

২১ জুন ২০২৪ সন্ধ্যা ০৭:৩২:০২

দাদীর ইচ্ছা পূরণে হেলিকপ্টার চড়ে বিয়ে করতে গেলেন ব্যবসায়ী রায়হান

বাগেরহাট প্রতিনিধি: দাদীর ইচ্ছা পূরণে বাগেরহাটের চিতলমারীতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন বর। হেলিকপ্টরে করে বর আসার সংবাদ ছড়িয়ে পড়লে ২১ জুন শুক্রবার দুপুর থেকে চিতলমারী একে ফজলুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ভীড় জমাতে থাকেন স্থানীয় উৎসুক জনতা। পূর্ব থেকে নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য বিদ্যালয় মাঠে পুলিশ মোতায়েন করা ছিল।

বেলা ৩ টার দিকে ইমপ্রেস এভিয়েশনের একটি হেলিকপ্টরে করে পার্শ্ববর্তী উপজেলা নাজিরপুরের চরমাটিভাঙ্গা গ্রাম থেকে মাঠে অবতরণ করেন ডা. রুহুল আমীনের ছেলে বর রায়হান আমীন (২৮)। এ সময় বর রায়হান আমীনের সাথে তার নানীসহ আরও ৪ জন আত্মীয় ছিলেন। হেলিকপ্টর থেকে নামার পর কনে পক্ষের লোকজন বর ও তার আত্মীয়দের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় শত শত উৎসুক জনতা বরকে দেখতে ভীর জমান।

হেলিকপ্টর থেকে নেমে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বর রায়হান আমীন বলেন, আমি যখন ছোট ছিলাম তখন আমার দাদী আনোয়ারা বেগম ইচ্ছা পোষণ করে বলতেন তার নাতিকে হেলিকপ্টরে করে বিয়ে করাতে নিয়ে যাবেন। দাদী আনোয়ারা বেগম ২০০৫ সালে মারা গেলেও তার ইচ্ছা পূরণ করতে তিনি হেলিকপ্টরে করে বিয়ে করতে এসেছেন।

বরের পিতা ডা. রুহুল আমিন জানান, পূর্ব থেকে পারিবারিকভাবে চিতলমারী উপজেলার আড়ুয়াবর্ণী গ্রামের অবসরপ্রাপ্ত নৌ সেনা সদস্য সাইফুর রহমানের কন্যা সাজিয়া আমিনের (১৯) সাথে তার ছেলে রায়হান আমীনের বিয়ে ঠিক হয়। বিয়ের নির্ধারিত দিনে হেলিকপ্টরে করে তার ছেলে বিয়ে করতে আসে। তিনি সকলের কাছে নব দম্পতির জন্য দোয়া কামনা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বাংলাদেশে বিনিয়োগের ঘোষণা আমিরাতের
২৮ জানুয়ারী ২০২৫ রাত ০৮:৪৭:১৮

জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা
২৮ জানুয়ারী ২০২৫ রাত ০৮:৩৪:২৬





কুষ্টিয়ায় রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা
২৮ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৩৬:৪২

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার বুমরাহ
২৮ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৩৩:৩৯