নিজস্ব প্রতিবেদক: গণকমিশন করে তদন্ত সাপেক্ষে জুলাই গণহত্যাকারী ও এর সাথে সংশ্লিষ্ট সকলকে গণআদালত করে জনতার সামনে বিচার করার দাবি জানিয়েছে জাগ্রত বাংলাদেশ।
১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ মিনারের সামনে গণহত্যায় শহীদদের প্রতি শ্রদ্ধা ও গণহত্যাকারীদের বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানায় দলটি।
এ সময় দলের সভাপতি আজমুল জিহাদ বলেন, প্রথমে শ্রদ্ধাভরে স্মরণ করছি ৭১ এর স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদেরকে। একই সাথে শ্রদ্ধাভরে স্মরণ করছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আত্মাহুতি দানকারী সকল শহীদদের, যাদের জীবনের বিনিময়ে নতুন মুক্তির স্বাদ পেয়েছে বাংলাদেশ।
জুলাই গণহত্যাকারী ও এর সাথে সংশ্লিষ্ট সকলকে গণকমিশন করে তদন্ত করে গণআদালতের মাধ্যমে জনতার সামনে বিচার করতে হবে উল্লেখ করে আজমুল জিহাদ আর বলেন, কিছু কুচক্রী মহল এই স্পিরিটকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। ধর্মের নামে অধর্ম করছে, রাজনীতির নামে সন্ত্রাস করছে, কেউ মাজার ভাঙছে, কেউ চাঁদাবাজি করছে। এদেরকে অতিসত্বর বিচারের আওতায় এনে ২৪ প্রজন্মের এই গণঅভ্যুত্থানের স্পিরিটকে বাঁচিয়ে রাখতে হবে।
তিনি বলেন, আমরা রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচিকে সাধুবাদ জানাচ্ছি, একই সাথে যারা আহত হয়ে হাসপাতালে পরে আছেন, তাদের চিকিৎসার দায়িত্ব নিতে বলছি। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে হবে। শহীদদের জাতীয় বীরের মর্যাদা দিতে হবে।
মানববন্ধনে দলের সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মামুনসহ কেন্দ্র ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
এই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ও আহতদের তালিকা এখন সময়ের দাবি হয়েছে উল্লেখ করে নেতারা বলেন, তাদের সুষ্ঠু তালিকার মাধ্যমে নিহতের পরিবারের দায়িত্ব নিতে হবে সরকারকে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।
দেশ সংস্কারে দল মত ধর্ম নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করার সঙ্গে সঙ্গে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ও পরিচালনা করা ছাত্র-জনতাকে জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান দলের নেতারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available