নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুরুতর আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
৬ অক্টোবর রোববার সকাল ১১ টায় সংগঠনের চেয়ারপার্সন অ্যাডভোকেট এলিনা খানের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, বিএইচআরএফ’র বোর্ড অব ট্রাস্টি’র পরিচালক (পাবলিসিটি ও কমিউনিকেশন) সালমা আদিল (এম জে এফ), বিএইচআরএফ এর পরিচালক অ্যাড. আসিফ সরকার পিয়াল, বিএইচআরএফ’র ঢাকা মহানগর ও উত্তরা শাখার নেতৃবৃন্দ; যথাক্রমে তাহমিনা তারমিন বিনু, তানিয়া আরমিন রিনু, ডা. তামজিদ ওয়াসিফ রহমান প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (এনআইটিওআর) হাসপাতালে জুলাই অভ্যুত্থানে গুরুতর আহত চিকিৎসাধীনদের চিকিৎসার অগ্রগতি দেখতে সেখানে যান। এসময় তারা গুরুতর আহতদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং ৪৩ জন আহতদের উপহার স্বরূপ নগদ অর্থ প্রদান করেন।
এরপর বিএইচআরএফ’র নেতৃবৃন্দ হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের সাথে সাক্ষাৎ করেন এবং আহতদের উন্নত চিকিৎসার ওপর জোর দেন। পাশাপাশি হাসপাতাল কতৃপক্ষ, নার্স ও চিকিৎসকদের আন্তরিকতায় সন্তোষ প্রকাশ করেন মানবাধিকার নেতৃবৃন্দরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available