পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরে ওয়ার্কসপ ও ফিটার শ্রমিক নামে নতুন সংগঠনের সদস্যদের নিয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ ডিসেম্বর বুধবার বিকেল ৫টায় মৎস্য বন্দর মহিপুরের সুগন্ধা মার্কেটে এ পরিচিত সভার আয়োজন করা হয়।
এ সময় সংগঠনের সভাপতি মিলন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মহিপুর থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে ৬নং মহিপুর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মো. ফজলু গাজী, বরগুনা পাথরঘাটার ফিটার সংগঠনের সভাপতি শাজাহান, ওসি তদন্ত অনিমেষ উপস্থিত ছিলেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন শাজাহান মোল্লা, সহ-সভাপতি হিসেবে কামাল হোসেন মন্টু ফিটার, যুগ্ম-সাধারণ সম্পাদক, সজিব মুন্সি, ক্যাশিয়ার মো. নান্টু ফিটার, দেলোয়ার হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শ্রমিকরা একে অপরের ভাই। আমরা ভালোকে ভালো বলবো খারাপকে খারাপ বলব। আমরা একসাথে কাজ করলে সংগঠনকে আরও অনেক দূর এগিয়ে নিতে পারব।
সংগঠনের বিষয়ে জানতে চাইলে সভাপতি মো. মিলন হাওলাদার বলেন, সংগঠন বা সমিতি মানে হল ঐক্য। এতদিন আমাদের কোনো ঐক্য ছিল না। আজকে এই সংগঠনের মধ্য দিয়ে আমাদের ঐক্য তৈরি হলো। এই সংগঠনের মধ্য দিয়ে আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলতে পারব।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. তরিকুল ইসলাম বলেন, সংগঠন মানুষকে শৃঙ্খলা এনে দেয়। পরিচিত সভায় আসতে পেরে আমার ভালো লেগেছে। আমাদের প্রশাসনের পক্ষ থেকে আপনাদের জন্য সকল সহযোগিতা অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available