• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে পৌষ ১৪৩১ রাত ০৯:০৫:২২ (02-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে পৌষ ১৪৩১ রাত ০৯:০৫:২২ (02-Jan-2025)
  • - ৩৩° সে:

সংগঠন

সিওয়াইবি যবিপ্রবি শাখার সভাপতি রকিবুল, সম্পাদক সাইফ রাকিব

২০ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:২৮:২৯

সিওয়াইবি যবিপ্রবি শাখার সভাপতি রকিবুল, সম্পাদক সাইফ রাকিব

যবিপ্রবি প্রতিনিধি: ভোক্তা অধিকার সংগঠন কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) এর যুব শাখা কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) এর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিক এ কমিটিতে এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মো. রকিবুল হাসান রকিবকে সভাপতি এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী সাইফ রাকিবকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সিসিএস’র নির্বাহী পরিচালক ও সিওয়াইবিএর কেন্দ্রীয় সভাপতি পলাশ মাহমুদ এবং সাধারণ সম্পাদক ইমরান শুভ্র আগামী এক বছরের জন্য কমিটির অনুমোদন দেন।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. নেয়ামুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মর্তুজা বশির, সাংগঠনিক সম্পাদক মো. তপু ইসলাম, অর্থ সম্পাদক মো. আরিফ হোসাইন, দপ্তর সম্পাদক আল শাহরিয়ার রাফিদ, প্রচার সম্পাদক আতিকুর রহমান, মিডিয়া সম্পাদক সাকিবুল হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইফতেখার আহমেদ লাবিব, ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক আরমান রেজা, আইন সম্পাদক স্বর্ণালী বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য মো. আলি কদর, রকিবুল হাসান তারেক, অজয় কুমার।

উল্লেখ্য, বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বাংলাদেশের ৩৩৫টি থানা, ৬১টি জেলা ও ৫১টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবী নিয়ে সক্রিয় ভূমিকা রাখছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






না ফেরার দেশে সাংবাদিক তোফাজ্জল হোসেন
২ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:১৯:০৬