বাঙলা কলেজ প্রতিনিধি: ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)’র যুব শাখা কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)’র সরকারি বাঙলা কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী এইচ.এম. সাইফুল ইসলাম সাব্বির এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী নাফিজ আন্নান অর্ণব।
১১ জানুয়ারি শনিবার সিসিএসের নির্বাহী পরিচালক ও সিওয়াইবি’র কেন্দ্রীয় সভাপতি পলাশ মাহমুদ এবং সাধারণ সম্পাদক ইমরান শুভ্র এক বছরের জন্য ৩০ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেন।
নবনির্বাচিত সভাপতি এইচ.এম. সাইফুল ইসলাম সাব্বির তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ভোক্তা অধিকার রক্ষা করা শুধু একটি দায়িত্ব নয়, এটি আমাদের সমাজের প্রতি অঙ্গীকার। এই চ্যালেঞ্জিং সময়ের প্রেক্ষাপটে ভোক্তা অধিকার সংরক্ষণে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিওয়াইবি বাঙলা কলেজ শাখার নেতৃত্বে এসে আমি সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলতে চাই।
সাধারণ সম্পাদক নাফিজ আন্নান অর্ণব বলেন, আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা তৈরি করা। তরুণ প্রজন্মের জন্য এই কাজ শুধু প্রয়োজনীয় নয়, বরং এটি একটি দায়িত্বও বটে। আমি চাই, সিওয়াইবি বাঙলা কলেজ শাখা হয়ে উঠুক একটি উদাহরণ, যেখানে শিক্ষার্থীরা তাদের জ্ঞান ও প্রচেষ্টার মাধ্যমে ভোক্তা অধিকার রক্ষার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখবে।
নবগঠিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি মাহামুদুল হাসান মামুন, মো. রিফাত হোসেন, মো. শোয়াইব রহমান এবং নাহিদ হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন তানভীর খান এবং এস.এম. মঈন উদ্দীন। সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন শিহাব আল নাছিম এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন শওকত জামিল ও সানজিদ হাসনাত। অর্থ বিষয়ক কার্যক্রম পরিচালনার দায়িত্বে আছেন জিসান আহমেদ কাব্য। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ফাউজিয়া ফায়রোজ আহম্মেদ প্রভা এবং তাকে সহায়তা করবেন আমিনুল ইসলাম। প্রচারের দায়িত্ব পেয়েছেন সায়মা পারভীন ইলা এবং তাকে সহায়তা করবেন রাসেল রানা।
২০১৩ সাল থেকে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ভোক্তা অধিকার রক্ষা এবং খাদ্যে ভেজাল প্রতিরোধে কাজ করছে। বর্তমানে সংগঠনটি ৩৩৫টি থানা, ৬১টি জেলা এবং ৫১টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবী নিয়ে সক্রিয় ভূমিকা পালন করছে। সিসিএস এবং এর যুব শাখা সিওয়াইবি তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে ভোক্তা অধিকার রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available