• ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ সকাল ১১:২৬:১৫ (15-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ সকাল ১১:২৬:১৫ (15-Jan-2025)
  • - ৩৩° সে:

জাতীয়

নিবন্ধন পেল জোনায়েদ সাকির গণসংহতি, প্রতীক মাথাল

১৭ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:০১

নিবন্ধন পেল জোনায়েদ সাকির গণসংহতি, প্রতীক মাথাল

নিজস্ব প্রতিবেদক: লম্বা সময়ে আইনি লড়াই শেষে অবশেষে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে জোনায়েদ সাকির নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলন। দলটির প্রতীক মাথাল।

১৭ সেপ্টেম্বর মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) সচিব শফিউল আজিম গণসংহতি আন্দোলনের একটি প্রতিনিধি দলের কাছে দলটির নিবন্ধন সনদ হস্তান্তর করেন।

নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম স্বাক্ষরিত নিবন্ধন সংক্রান্ত গেজেটে বলা হয়, ২০১৯ সালের ১১ এপ্রিল বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশনে দেওয়া রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে ‘দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ চ্যাপ্টার ৬এ-এর বিধান অনুযায়ী গণসংহতি আন্দোলনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে।

কমিশন সূত্র জানায়, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চেয়ে ২০১৭ সালের ২৮ ডিসেম্বর নির্বাচন কমিশনের কাছে আবেদন করে গণসংহতি আন্দোলন। তবে ইসি থেকে তা অগ্রাহ্য হওয়ায় গণসংহতি আন্দোলনের পক্ষে প্রধান সমন্বয়ক মো. জোনায়েদ সাকি হাইকোর্টে রিট করেন।

২০১৯ সালের ১১ এপ্রিল ৩০ দিনের মধ্যে নিবন্ধন দিতে নির্দেশ দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল আবেদন করেন। তবে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার সরকারের পদত্যাগের পর কমিশন তার সিদ্ধান্ত পরিবর্তন করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








কুষ্টিয়ায় ফেনসিডিলসহ ২ মাদক কারবারি আটক
১৫ জানুয়ারী ২০২৫ সকাল ১০:৪৪:১২