• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই কার্তিক ১৪৩১ সকাল ০৭:২৭:১৬ (01-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই কার্তিক ১৪৩১ সকাল ০৭:২৭:১৬ (01-Nov-2024)
  • - ৩৩° সে:

রাজনীতি

তারেক রহমান-সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হাইকোর্টে বাতিল

৩১ অক্টোবর ২০২৪ দুপুর ০১:৪৮:৪০

তারেক রহমান-সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হাইকোর্টে বাতিল

জ্যেষ্ঠ প্রতিবেদক: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামসহ চার জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম বাতিল করে তাদের খালাস দিয়েছেন হাইকোর্ট। অন্য দুজন হলেন-একুশে টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক মাহাথীর ফারুকী খান ও সিনিয়র প্রতিবেদক কনক সারওয়ার।

৩১ অক্টোবর বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে তারেক রহমানের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজি কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া ও ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।

গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের গাড়িতে আগুনের অভিযোগে ২০১৭ সালে এই মামলা গঠন করেন আদালত। ২০১৫ সালের ৫ জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেওয়া বক্তব্য একুশে টিভি সরাসরি সম্প্রচার করলে পরদিন তারেক রহমান ও আবদুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চায় তেজগাঁও থানা পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর তেজগাঁও থানার এসআই বোরহান উদ্দিন ২০১৫ সালের ৮ জানুয়ারি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এ মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত বছর ৬ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশের গোয়েন্দা পরিদর্শক এমদাদুল হক। সেখানে তারেক রহমান ও আব্দুস সালামের সঙ্গে মাহাথীর ফারুকী খান ও কনক সারওয়ারকেও আসামি করা হয়।

অভিযোগে বলা হয়, লন্ডন থেকে তারেক রহমানের দেওয়া বক্তব্য সরাসরি সম্প্রচার করে আসামিরা পরস্পর যোগসাজশে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি দেখানো ও প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা তৈরি করতে চেয়েছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঢাবির অধিভুক্তই থাকবে ঢাকার ৭ কলেজ
৩১ অক্টোবর ২০২৪ রাত ০৮:১৯:৫১

দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: অর্থ উপদেষ্টা
৩১ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৫২:২১


এবার ঠাকুরগাঁওয়ে রিভো বাংলাদেশ
৩১ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৩৬:৪৮

ভিট বাংলাদেশের ‘এগিয়ে যাও আত্মবিশ্বাসে’
৩১ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:০৩:০৩

অভিনেতা মাসুদ আলী খান আর নেই
৩১ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:৪৬:১১


ডিআইইউতে সংসদীয় ও রম্য বিতর্ক অনুষ্ঠিত
৩১ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:১৫:১৭