• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই পৌষ ১৪৩১ বিকাল ০৪:৪৫:০৯ (26-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই পৌষ ১৪৩১ বিকাল ০৪:৪৫:০৯ (26-Dec-2024)
  • - ৩৩° সে:

রাজনীতি

কোনো আগ্রাসন সহ‌্য কর‌া হবে না: ডা. শ‌ফিকুর রহমান

৬ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:০৫:১১

কোনো আগ্রাসন সহ‌্য কর‌া হবে না: ডা. শ‌ফিকুর রহমান

কুমিল্লা প্রতিনিধি: ভারত‌কে উদ্দেশ‌্য ক‌রে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ব‌লেছেন, মাইন‌রি‌টি শব্দ ব‌্যবহার ক‌রে এক‌টি গোষ্ঠি দে‌শের বাইরে থে‌কে নি‌জে‌দের স্বার্থ হা‌সিল কর‌তে চায়। বাংলা‌দে‌শের এক ইঞ্চি জ‌মিও আমরা কাউকে ছাড় দি‌বো না। আমরা কোনো আগ্রাসন সহ‌্য কর‌বো না।

জাতীয় সংসদ নির্বাচন নি‌য়ে তিনি ব‌লেন, জনগণ অতীত বর্তমান ভ‌বিষ‌্যৎ বিচার ক‌রে সিদ্ধান্ত নেবে। অ‌তি দ্রুত যৌ‌ক্তিক সম‌য়ে নির্বাচন দেয়ার আহবান জানান তিনি।  

আজ ৬ ডিসেম্বর শুক্রবার সকা‌লে কু‌মিল্লা টাউন হল মা‌ঠে অনুষ্ঠিত মহানগর জামায়াতের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এসব কথা বলেন।

এছাড়াও মহানগ‌র কর্মী সম্মেলনে আরও বক্তব‌্য রা‌খেন সা‌বেক এম‌পি ও  জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আীমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের, অনুষ্ঠা‌নের সভাপতি জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, মাওলানা আব্দুল হালিম, সা‌বেক চাকসু ভি‌পি ও কেন্দ্রীয় কর্মপ‌রিষদ সদস‌্য এড জ‌সিম উদ্দিন সরকার, কু‌মিল্লা উত্তর জেলা আমীর অধ‌্যাপক আবদুল ম‌তিন প্রমুখ।   
             
এর আগে সর্বশেষ ২০০৫ সালে কুমিল্লায় জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির ও সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী। বিগত ১৯ বছর আওয়ামী লীগ সরকারের সময় দমন-পীড়নের শিকার হয়ে প্রকাশ্যে জামায়াত কোনো কর্মী সম্মেলন করতে পারেনি কুমিল্লায়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মেহেরপুরে নারীকে কুপিয়ে হত্যা
২৬ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:২৫:২৩


চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
২৬ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:১৬:১৭