নারায়ণগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমরা খুব দেরিতে নির্বাচনের পক্ষে না। খুব লম্বা সময় দরকার নেই, আবার অতি অল্প সময়েও সম্ভব নয়।
৬ ডিসেম্বর শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনন্দ পল্লীতে জেলা রোকন (সদস্য) শিক্ষা শিবির অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যদি তাড়াহুড়ো করা হয় তাহলে তো ২০১৪, ১৮ ও ২৪ সালে যে রকম নির্বাচন হয়েছে সেরকমই হবে। আপনি ভোট দিতে যাবেন আওয়ামী লীগ, যুবলীগ আর পুলিশ লীগ আপনাকে আটকে বলবে আপনার ভোট হয়ে গেছে বাড়ি চলে যান। এজন্য আমি মনে করি, আগে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। ৬-৭ মাস অথবা বছরের মধ্যে হলেও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি না করে নির্বাচন দিলেন, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না।
তিনি আরও বলেন, আবার ৫-৬ বছর সময় অতিবাহিত করলেন কিন্তু গুরুত্বপূর্ণ অর্গানগুলো সংস্কার করলেন না। সেই ফ্যাসিবাদের দোসররাই প্রশাসনের গুরুত্বপূর্ণ স্থানে বসে রইল। তখনো কিন্তু সেই একই ইলেকশন হবে। সুতরাং সময় নয়, জনগণের জন্য গ্রহণযোগ্য ও একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে মানুষ নির্বিঘ্নে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সেই পরিবেশটা তৈরি হতে যতটুকু যৌক্তিক সময় নির্বাচন কমিশনের লাগবে আমরা সেই সময় দিতে প্রস্তুত।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য নারায়ণগঞ্জ মহানগরীর আমির আব্দুল জব্বার, কেন্দ্রীয় শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মমিনুল হক সরকার, নারায়ণগঞ্জ জেলা জামাতের সেক্রেটারি হাফিজুর রহমান প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available