কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: স্বৈরাচার সরকার দেশ থেকে পালিয়ে গেলেও দেশের মানুষ এখনো চাঁদাবাজি থেকে মুক্ত হয়নি। কি কারণে মুক্ত হয়নি তা এ দেশের প্রতিটা মানুষ নিজেরাই জানে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
২০ ডিসেম্বর শুক্রবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঢাকা জেলা জামায়াতর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন ,সমাজ বৈষম্যের পরিপূর্ণ হয়ে আছে। এ বৈষম্য সাড়ে ১৭ বছরে তৈরি হয়েছিল। সেই বৈষম্য সমাজ থেকে এখনও সরে যায়নি, স্বৈরাচার পতন হয়েছে তারা তো পালিয়ে গেছে। কিন্তু যারা তাদের অপকর্ম পালন করছেন তারা জাতির বন্ধু হতে পারেন না।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা জাতির স্বার্থে সাড়ে ১৭ বছর ধৈর্য ধরেছি। আরও কিছুদিন ধৈর্য ধরার জন্য প্রস্তুত আছি। আমাদের মধ্যে অস্থিরতা নাই যে আজকেই নির্বাচন করে ক্ষমতায় বসতে হবে। যোগ্যতম সময়ে সংস্কার শেষ করে একটি অংশগ্রহণ পূর্ণ নির্বাচন আমরা চাই। আল্লাহ যদি আমাদের জনগণের ভোটের মাধ্যমে নির্বাচনে জয়লাভ করে সরকার গঠনের ব্যবস্থা করে দেয় তাহলে আমরা জনগণের সেবক হব শাসক নয়।
জামায়াত ইসলামীর আমির বলেন, জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে নারীরা ঘরে বন্দি থাকবে, নারীদের বোরকা পরে চলতে হবে এমন একটি রটনা ছাড়ানো হচ্ছে সে প্রসঙ্গে তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) যেহেতু নারীদের ঘরে বন্দী করে রাখেননি, আমরা কেনো তাদেরকে বন্দী করে রাখবো। তবে আমরা ইসলামীক পোশাক পড়তে নারীদের উৎসাহিত করব।
ঢাকা জেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ঢাকা দক্ষিণ অঞ্চলের জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পরিচালক সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বক্তব্য প্রদান করেন।
এ সময় ঢাকা জেলা থেকে প্রায় লক্ষাধিক নেতাকর্মী সম্মেলনে যোগদান করেন ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available