লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে বিএনপি-আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে সেনা সদস্যসহ ৫ জন আহত হয়েছেন।
৪ জানুয়ারি শনিবার রাত ৮টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এঘটনা ঘটে।
আহতরা হলেন, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, তার ছেলে সোহাগ, তার নাতি জয়; সেনাবাহিনীর সদস্য জিহাদ ও ছাত্রদল কর্মী সাগর।
স্থানীয়রা জানান, ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফেসবুকে পোস্ট করে জয়। এর জেরে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা ওই ছাত্রলীগ নেতাকে মারধর করে। পরে স্থানীয় আওয়ামী লীগের লোকজন ধাওয়া করে সাগর নামে এক ছাত্রদল কর্মীকে মারধর করে।
পরে বিএনপি নেতাকর্মীরা একত্রিত হয়ে আব্দুল মান্নান, রাব্বানি ও সেন্টু নামে আওয়ামী লীগের ৩ সমর্থকের বাড়ি ভাংচুর করে। এসময় মান্নানের বাড়িতে বেড়াতে আসা ছুটিতে থাকা সেনাবাহিনী সদস্য জিহাদসহ অনন্ত ৪ জন আহত হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available