বগুড়া প্রতিনিধি: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নমরুদের মতো ক্ষমতায় থেকে শেখ হাসিনা আইন আদালতের উর্ধ্বে ছিলেন। তিনি বলেন, নমরুদের মতো আল্লাহর চাইতে তার শক্তি বেশি; শেখ হাসিনা সেই পর্যায়ে ছিল। তিনি দুর্নীতি করবেন টাকা পাচার করবেন কিন্তু তাকে স্পর্শ করতে পারবেন না। এত ক্ষমতা যে তার কথায় চারিদিক থেকে পুলিশ, বিজিবি গণতান্ত্রিক আন্দোলন থামাতে ঝাঁপিয়ে পরতো। শেখ হাসিনা গণতন্ত্রের পথ বন্ধ করতে গুমের রাজনীতি শুরু করেছিলেন।
১৯ জানুয়ারি রোববার সন্ধ্যায় বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মভিটায় তার ৮৯তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক দল আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে রিজভী এসব কথা বলেন।
তিনি বলেন, ক্রসফায়ারের নামে বিচারবহির্ভুত হত্যাকাণ্ড চালিয়ে ছাত্রনেতা, যুবনেতা থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান অব্দি অনেকে মরদেহ বিভিন্ন নদীর ধারে পাওয়া গেছে। এই সাড়ে পনেরো বছর চারদিকে শুধু লাশ আর লাশ মিলেছে। হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় লাখ লাখ কোটি টাকা পাচার করলেও তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনি।
বিএনপির এই নেতা আরও বলেন, জিয়াউর রহমান তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে, তার আদর্শে এমন দৃষ্টান্ত রেখে গেছেন যেন হাজার বছর ধরে তা লালন করা যায়। পরে রুহুল কবির রিজভী ৫০০ শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন।
সংগঠনের সভাপতি এসএম জিলানী’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাজিব আহসান, সাংগঠকি সম্পাদক নাজমুল হাসান, সহ-সভাপতি রাসেল মাহমুদ ও সহ-সাধারণ মোকছেদুর রহমান আবির।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available