নিজস্ব প্রতিবেদক: গত ১৫ বছর যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রবাসীরা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যে অবদান রেখেছেন তা কখনোই ভুলার নয়। একই ধারায় সামনের দিনগুলোতেও বাংলাদেশের সুশাসন, উন্নয়ন-অগ্রগতির সমর্থনে বিএনপির সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
২১ জানুয়ারি মঙ্গলবার ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিউইয়র্ক স্টেট বিএনপির একটি প্রতিনিধি দল তার সাথে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ কথা বলেন।
এ সময় রিজভী আরও বলেন, নিউইয়র্কে জাতিসংঘের সামনে, ওয়াশিংটন ডিসিতে স্টেট ডিপার্টমেন্ট ও হোয়াইট হাউজের সামনে আপনাদের কর্মসূচিতে আমরাও উজ্জীবিত হয়েছি এবং স্বৈরাচার পতনের আন্দোলন ত্বরান্বিত হয়েছে।
প্রতিনিধি দলের অন্যতম সদস্য নিউইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিমউদ্দিন (ভিপি) এ সময় রিজভীকে অবহিত করেন যে, তারা জুলাই-আগস্টে লাগাতার কর্মসূচি পালন করেছেন নিউইয়র্ক এবং ওয়াশিংটন ডিসিতে। এসব কর্মসূচিতে অন্য সকল স্টেটের বিএনপি এবং যুবদল-ছাত্রদলের নেতা-কর্মী-সমর্থকরাও সরব ছিলেন।
এ সাক্ষাতের সময় আরও ছিলেন স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান, সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদ এবং সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবীর। চরম দু:সময়ে জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন পরিচালনা করার জন্যে রুহুল কবির রিজভীকে প্রবাসীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available