সুনামগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান বলেছেন, ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে তারা এমনি এমনি জীবন দেয়নি। তারা এ পঁচা সমাজ ব্যবস্থা দেখতে চায় না বলেই জীবন দিয়েছে। তারা একটি শ্রেষ্ঠ সমাজ গড়তে চায়, দেখতে চায়। যদি দেশের জনগণের সেবা করার দ্বায়িত্ব আমরা পাই তাহলে একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করব।
১ ফেব্রুয়ারি শনিবার দুপুরে সুনামগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. শফিকুর রহমান বলেন, বাংলাদেশকে নতুনভাবে আমাদেরকেই গড়ে তুলতে হবে। অতীত নিয়ে পড়ে থাকলে চলবে না। তবে যারা বিগত ১৫ বছর দেশের মানুষের উপর অমানবিক নির্যাতন, হত্যা, ঘুম, চাঁদাবাজি, অর্থপাচার করেছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভায় আসতে শুরু করেন। লোকে লোকারণ্য হয় বিদ্যালয়ের মাঠ।
সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমেদ খানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ফখরুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, সুপ্রিম কোর্টের আপীল বিভাগের আইনজীবী শিশির মনির, সিলেট জেলা আমীর ফখরুল ইসলাম, সিলেট মহানগরীর নেতা, শাহীন আহম্মদ, সুনামগঞ্জ জেলা নায়েবে আমীর সিনিয়র আইনজীবী অ্যাড. শাসুদ্দিন, মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিযার শাহেদ আলী, হবিগঞ্জ জেলা জামায়াতের আমির মখলিছুর রহমান, সুনামগঞ্জ জেলা সেক্রেটারি মমতাজুল হাসান আবেদ প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available