টাঙ্গাইল প্রতিনিধি: যারা ভোট বিরোধী তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান।
তিনি আরও বলেছেন, ড. ইউনূসের সরকার কিছু সংস্কার কর্মসূচি দিয়েছে। আমরা সেই কর্মসূচিকে স্বাগত জানাই। এই কর্মসূচি আমাদের ৩১ দফা কর্মসূচিতে আছে। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে বর্তমান সরকারের এই কর্মসূচিসহ ৩১ দফা বাস্তবায়ন এবং আরও কর্মসূচি বাস্তবায়ন করে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো তারেক রহমানের নেতৃত্বে।
৮ ফেব্রুয়ারি শনিবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র অবকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ীতে বিএনপির মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, হাজার হাজার নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, আমরা মাঠ ছাড়িনি। আমরা ১৭ বছর এক ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, ভোটের অধিকার পুনরুদ্ধারের জন্য কাজ করেছি। এখন দেখি সরকারের ভেতরে বাইরে শত্রু। আগে ছিলো এক শত্রু, এখন গণতন্ত্র ও ভোটের শত্রু চতুর দিকে। কোন শত্রুকে ভয় পাই না। আমাদের সাথে সাধারণ জনগণ আছে, জাতি আছে।
ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি এম আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন ফকির ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামান সুরুজ, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ। এসময় ধনবাড়ী ও মধুপুর উপজেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available