• ঢাকা
  • |
  • বুধবার ৩০শে মাঘ ১৪৩১ রাত ০৯:৫৯:৩৫ (12-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৩০শে মাঘ ১৪৩১ রাত ০৯:৫৯:৩৫ (12-Feb-2025)
  • - ৩৩° সে:

রাজনীতি

শেখ হাসিনা দেশে উন্নয়নের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন: হাবিব উন নবী

১২ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:১৯:২৫

শেখ হাসিনা দেশে উন্নয়নের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন: হাবিব উন নবী

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, শেখ হাসিনা দেশে উন্নয়নের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন। আওয়ামী লীগের গডফাদাররা বলতেন খেলা হবে খেলা হবে, কিন্তু তারা খেলা হবে বলে মাঠ থেকে পালিয়ে গেছেন।

১২ ফেব্রুয়ারি বুধবার দিনব্যাপী জামালপুরের সরিষাবাড়ীতে নানা আয়োজনে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  

তিনি বলেন, তাদের কাছে খেলা মানে ছিল অস্ত্রের ঝনঝনানি আর মানুষকে ভয়ভীতি প্রদর্শন করা। তারা সন্ত্রাস ও লুটপাটের খেলায় মেতে উঠেছিলেন। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা সত্যিকারের মাঠের ক্রিকেট, ফুটবল খেলায় মেতে উঠেছি। খেলাধুলার মাধ্যমে ঐক্য প্রতিষ্ঠা হয়।

উপজেলা বিএনপির আয়োজনে সরিষাবাড়ী রেল স্টেশন ময়দানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা বিএনপির পুরোনো আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। পরে পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা বিএনপির সভাপতি হিসেবে আজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক হিসেবে ফরিদুল কবীর তালুকদার শামীম নির্বাচিত হন।

উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শাহ ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুলসহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রাজিবপুরে বিএনপির কর্মী সভা
১২ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:২৭:০৮





নারায়ণগঞ্জ শহরে উচ্ছেদ অভিযান: ৪ মোটরসাইকেল জব্দ
১২ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:০৯:৫৬

অপারেশন ডেভিল হান্ট: সদরপুরে গ্রেফতার ৩
১২ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:০০:৩১

পীরগঞ্জে আলু চাষিদের নিয়ে মাঠ দিবস
১২ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:৫৪:২২