• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই ফাল্গুন ১৪৩১ রাত ০২:২৮:১৯ (21-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই ফাল্গুন ১৪৩১ রাত ০২:২৮:১৯ (21-Feb-2025)
  • - ৩৩° সে:

রাজনীতি

কুয়েটে সংঘর্ষ: যে হুঁশিয়ারি দিলেন হাসনাত আব্দুল্লাহ

১৮ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:১৮:০১

কুয়েটে সংঘর্ষ: যে হুঁশিয়ারি দিলেন হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: কেউ ছাত্রলীগ হয়ে উঠতে চাইলে তাদের পরিণতিও একই রকম হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি।

ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘যে ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে।’

হাসনাত আব্দুল্লাহ এ পোস্ট কাদের উদ্দেশে দিয়েছেন তা স্পষ্ট করেননি। তবে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্দেশে তিনি এ পোস্ট দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। কারণ, আজ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তন্ত ৩০ জন আহত হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রদলের অনুসারীরা এই হামলায় জড়িত। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পরও তা ফেরানোর চক্রান্ত চলছে। তবে, অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে অপব্যবহার করে ফরম বিতরণের প্রতিবাদ জানিয়েছিলেন তারা। এ সময় নেতাকর্মীদের ওপর শিবির ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু সন্ত্রাসী হামলা চালিয়েছে।

পুলিশ জানায়, ৫ আগস্টের পর থেকে কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ রয়েছে। গতকাল মঙ্গলবার কিছু শিক্ষার্থী ছাত্রদলে যোগ দিচ্ছে বলে একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে আজ দুপুরে ছাত্ররাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তাদের ওপর বহিরাগতরা হামলা চালায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত, কুয়েটে বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তবে সাধারণ শিক্ষার্থীরা সহপাঠীদের বিচারের দাবিতে ক্যাম্পাস অবস্থান করছে। এছাড়া ক্যাম্পাসে দুই প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫
২০ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:১৩:২০