নীলফামারী প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের এখতিয়ারে পড়ে না। তিনি আরও বলেন, সরকারে থেকে নতুন দল করবেন, জনগণ এটাও মেনে নেবে না। নতুন দল করবেন ভালো কথা, রাজনীতির মাঠে আসেন। জনগণ যদি মেনে নেয় তাতে আমাদের আপত্তি নেই। সরকারে থেকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নতুন দল গড়া কোনভাবেই এদেশের মানুষ মানেনি, মানবে না।
১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুরে রাজনৈতিক জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সৈয়দপুর শহরের শেরে বাংলা সড়কে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবদুল গফুর সরকার।
সৈয়দপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বেবী নাজনীন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা অ্যাড. ওবায়দুর রহমান, শফিকুল ইসলাম জনি,
জিয়াউল হক জিয়া, এরশাদ হোসেন পাপ্পু, রেজাউল করিম লোকমান, কামরুল হাসান কার্জন, রশিদুল হক সরকার, শেখ বাবলু, শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আলী, হামিদুল ইসলাম প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available