• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৩ই ফাল্গুন ১৪৩১ রাত ১১:১২:২১ (25-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৩ই ফাল্গুন ১৪৩১ রাত ১১:১২:২১ (25-Feb-2025)
  • - ৩৩° সে:

রাজনীতি

আমরা লড়াই করেছি গণতন্ত্রের জন্য : মির্জা আব্বাস

২৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:১৫:০৮

আমরা লড়াই করেছি গণতন্ত্রের জন্য : মির্জা আব্বাস

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আপনারা সংস্কারের কথা বলে কান ঝালাপালা করে ফেললেন। কী সংস্কার করেছেন জানি না।

২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের মেট্রোহল মোড়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, দরকার হলে বলে দেন বাংলাদেশে আর নির্বাচনের প্রয়োজন নেই। শেখ হাসিনা তো পনেরো বছর ক্ষমতায় ছিল ভোট ছাড়া। আপনারাও থাকুন, আমরা না করবো না। কিন্তু মানুষ আপনাদের ছাড় দিবে না। আমরা গণতন্ত্র চাই, আমরা কথা বলতে চাই।

তিনি আরো বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা হচ্ছে। অনেকে বলে ওমুক ভাইকে সেখানে দেখতে চাই, ওখানে দেখতে চাই৷ বিএনপির কোনো নেতাকর্মী যেন এসকল কথা না বলে। আমরা জেল খেটেছি, মামলা খেয়েছি এ নির্বাচনের জন্য নয়, জাতীয় নির্বাচনের জন্য। আমরা লড়াই করেছি গণতন্ত্রের জন্য। আমরা স্থানীয় সরকার নির্বাচনের জন্য লড়াই করিনি।

আব্বাস বলেন, এখন স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে এর পেছনে বিশাল ষড়যন্ত্র হচ্ছে। তার একটাই কারণ, স্থানীয় সরকার নির্বাচন। এটা হয়ে গেলে তাদের অনেক সুবিধা হয়। কারণ গ্রাম-গঞ্জে অনেকের পায়ের তলায় মাটি নেই। তারা স্থানীয় সরকার নির্বাচন করে পায়ের তলায় মাটি আনতে চান।

বিডিআর হত্যা প্রসঙ্গে তিনি বলেন, আমরা জেনেছি বিডিআর হত্যা হয়েছিল বাইরের একদল প্রশিক্ষিত ও প্রাতিষ্ঠানিক লোকদের দিয়ে। তারা এদেশে থাকে না। তারা বিদেশ থেকে এসে আমার দেশের ৫৭ জন সেনা সদস্যকে হত্যা করেছে। তাদের বিচার হয়নি। যাদের বিচার হয়েছে তারা আসলে নির্দোষ। জেলে তাদের দেখে আমরা আমাদের অশ্রু ধরে রাখতে পারিনি। আমি তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই। যারা জেলে আছে তাদের ব্যাপারে কোনো কথা শুনতে চাই না। তারা বিগত পনেরো বছর ধরে জেলে পঁচে মরছে। তাদের কেনো ছাড়া হচ্ছে না আমরা জানি না। আমরা চাই তাদের অবিলম্বে মুক্তি দেয়া হোক।

দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, আমাদের দেশের অবস্থা খুব খারাপ। ডাকাতি, ছিনতাই বেড়ে গেছে৷ কারা করছে আপনারা জানেন। যারা বলে দিনের বেলা আমরা হাঁটতে না পারলে রাতে ওদের ঘুমোতে দিবো না। কারা বলে এ কথা দিল্লীতে বসে। যারা এদেশের সর্বনাশ করে ভারতে বসে আছে তারাই চক্রান্ত করছে কীভাবে এ দেশকে অশান্ত করা যায়।

বাংলাদেশের ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, এদেশের মানুষের ঐক্যকে আপনারা ভাঙতে পারবেন না। এদেশের মানুষ শান্তি চায়। মানুষ বাঁচতে চায়। আপনারা আমাদের রাতে শান্তিতে ঘুমাতে দিবেন না, লুটপাট করবেন, আগুন দিবেন বলেছেন আপনারা। চেষ্টা করে দেখুন, মানুষ আপনাদের এত সহজে ছেড়ে দিবে না।

বর্তমান সরকার প্রসঙ্গে তিনি বলেন, এদেশের মানুষ এ সরকার ক্ষমতায় আসার পর আমরা সবাই তাদের সমর্থন দিয়েছি। আমরা বলেছি এ সরকার ব্যার্থ হলে দেশ ব্যার্থ হয়ে যাবে। সুতরাং এ সরকারকে ব্যার্থ হতে দেয়া যাবে না। আমরা বলেছিলাম নির্বাচনের জন্য অপেক্ষা করবো, কিন্তু আজীবন তো অপেক্ষা করবো না।

বিএনপির জনপ্রিয়তার বিরুদ্ধে ষড়যন্ত্র নেমেছে একটি পক্ষ এ প্রসঙ্গ টেনে তুলে ধরে মির্জা আব্বাস বলেন, একজন বলে বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়া যাবে না। আরেকজন বলে নির্বাচন যারা চায় তারা দেশের মঙ্গল চায় না। আরে সতেরো বছর কোথায় ছিলেন আপনি। সতেরো বছর আন্দোলন করেছি এই নির্বাচনের জন্য। জনগণ যাকে ভোট দিবে সেই সরকার গঠন করবে। তারা ধরেই নিয়েছে বিএনপি ক্ষমতায় আসবে। কারণ বিএনপি অত্যন্ত জনপ্রিয় একটি দল। এ জনপ্রিয়তাকে ধ্বংস করতে একশ্রেণির লোক মাঠে নেমেছে। বিএনপির জনপ্রিয়তা দেখে কতিপয় ব্যক্তি বিএনপি আওয়ামী লীগের মত হয়ে গেছে বলে। বিএনপিকে ভারতের দালাল বলে। বিএনপি কখনও ভারতের তাঁবেদারি করেনি। ভারতের তাঁবেদারি করলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজ জীবিত থাকতেন।

বিএনপি নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপিতে অসৎ লোকের কোনো জায়গা নেই। ফতুল্লায় স্বেচ্ছাসেবক নেতা মামুনকে হত্যা করা হয়েছে গুলি করে কয়েকদিন আগে। আমি এ ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে এসেছিলাম একটা মিটিংয়ে। সেদিন ভয়ে ভয়ে এসেছিলাম। তখন তো কারও জীবনের নিরাপত্তা ছিল না। আজ আমাকে সার্কিট হাউজে রেস্ট নিতে দিয়েছে। গত সতেরো বছর হোটেলে থাকতাম, ভয়ে ভয়ে থাকতাম। সেবার শহীদ মিনারে কর্মসূচি পালন করেছিলাম। আজ মুক্ত অবস্থায় লাখো লোকের সামনে মিটিং করে গেলাম।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, ১নং যুগ্ম আহ্বায়ক মোস্তফা মোস্তাফিজুর ভূঁইয়া দিপু, যুগ্ন আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব ও শরীফ আহমদ টুটুল, সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিনসহ প্রমুখ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





নরসিংদীতে মহাসড়কে ডাকাতির ঘটনায় গ্রেফতার-৩
২৫ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৩৪:০৯

হাসান তারেকের সাইকোলজিক্যাল উপন্যাস টক্স-সিক
২৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৪৫:৫৮

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মহিলাসহ দু’জনের মৃত্যু
২৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৪১:২১

দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে : মির্জা ফখরুল
২৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৩০:২৩

আমরা লড়াই করেছি গণতন্ত্রের জন্য : মির্জা আব্বাস
২৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:১৫:০৮