• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩১ রাত ১২:৫০:২৪ (01-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩১ রাত ১২:৫০:২৪ (01-Mar-2025)
  • - ৩৩° সে:

রাজনীতি

দেশকে আর কখনো বিভাজিত করা যাবে না: নাহিদ

২৮ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:১৭:৩০

দেশকে আর কখনো বিভাজিত করা যাবে না: নাহিদ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে আর কখনও বিভাজিত করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

২৮ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন এ রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে ভারতপন্থী-পাকিস্তানপন্থী কোনো রাজনীতি চলবে না। বাংলাদেশকে আর কখনও বিভাজিত করা যাবে না।

তিনি বলেন, আমরা সাম্যের কথা, সম্ভাবনার কথা ও স্বপ্নের কথা বলতে চাই। সেই স্বপ্ন বাস্তবায়নে আজ আমরা এখানে এসেছি।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলেন, গত ১৫ বছর দেশে যে বিভাজনের রাজনীতির ষড়যন্ত্র কায়েম করা হয়েছিল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ঐক্যবদ্ধভাবে আমরা তা ভেঙে দিয়েছি।

অনুষ্ঠানে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশে দীর্ঘ সময় ধরে বিভাজনের রাজনীতি জিইয়ে রাখা হয়েছে। বিভাজনের এই রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা একতার রাজনীতি করব।

তিনি বলেন, বাংলাদেশের গণভবনে কে যাবে, তা ভারত থেকে ঠিক হবে না, তা নির্ধারিত হবে বাংলাদেশ থেকে। কারা সংসদে যাবেন, তা ঠিক করবে বাংলাদেশের খেটে খাওয়া জনতা। মসনদে কে বসবে, এই ভূখণ্ডের মানুষ তা নির্ধারণ করবে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশে গত ৫৩ বছরে আমরা জাতি হিসেবে গড়ে উঠতে পারিনি। আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে গেছে। আমরা স্বাধীন পুলিশ, বিচার বিভাগ গড়তে পারিনি। একটি স্টেট গড়তে পারিনি। আমাদের প্রতিষ্ঠানগুলো ঠিকভাবে চলেনি। আমরা তরুণরা এই বাংলাদেশকে গঠন করব।

তিনি বলেন, বিদেশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। কিন্তু কোনো প্রেসক্রিপশনের সম্পর্ক থাকবে না। আমাদের ছেলেরা যখন রক্ত দেওয়া শিখে গেছে, তখন তাদের কেউ দমাতে পারবে না। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জাজিরায় সিএনজি উল্টে যুবক নিহত
২৮ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:১২:৫১

‘জাতীয় নাগরিক পার্টি’র কমিটিতে পদ পেলেন যারা
২৮ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৫৫:৩২


দেশকে আর কখনো বিভাজিত করা যাবে না: নাহিদ
২৮ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:১৭:৩০


আগামীর বাংলাদেশ পরিচালিত হবে নতুন সংবিধানে: আখতার
২৮ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৪৫:২৪

দায়িত্ব গ্রহণ করলেন তিতুমীর কলেজের নতুন অধ্যক্ষ
২৮ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:০১:২৫