• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে ফাল্গুন ১৪৩১ ভোর ০৪:২৯:২৯ (11-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে ফাল্গুন ১৪৩১ ভোর ০৪:২৯:২৯ (11-Mar-2025)
  • - ৩৩° সে:

রাজনীতি

ধর্ষকদেরকে সামাজিকভাবে বয়কট করুন: জামায়াতের আমির

৯ মার্চ ২০২৫ দুপুর ১২:০৮:০৭

ধর্ষকদেরকে সামাজিকভাবে বয়কট করুন: জামায়াতের আমির

ডেস্ক রিপোর্ট: ধর্ষকদেরকে ঘৃণা করুন ও সামাজিকভাবে বয়কট করুন। মাগুরার ধর্ষণের শিকার সেই আট বছরের শিশুর ধর্ষককে উল্লেখ করে এ কথা বলেন জামায়াতের আমির শফিকুর রহমান। ৯ মার্চ রোববার সকাল ৯টা ৫৭ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে জামায়াতের আমির আরও বলেন,  মাগুরার সেই আট বছরের মেয়ে শিশুর ধর্ষক ও ধর্ষণের সহযোগিতাকারীদের অপরাধ এক ও অভিন্ন। এদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত চাই।

ধর্ষকদেরকে বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, এরকম ধর্ষক নামের আরও যত নিকৃষ্ট প্রাণি আছে, যে যেখানেই থাকুক তাদেরকে পাকড়াও করে দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। ইমাম, খতিব ও ধর্মীয় ব্যক্তিত্বসহ সমাজের সচেতন নাগরিকদের ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য এগিয়ে আসার আহ্বান জানাই।

এদিকে রোববার সকালে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে ঢাকা সেনানিবাসস্থ সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ গিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় মাগুরা সদর থানায় চার জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং মামলার এজাহারভুক্ত চার আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায়, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোচ্চার রয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ