পঞ্চগড় প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, দেশের পিছিয়ে পড়া জেলা গুলোর মধ্যে পঞ্চগড় একটি। আমরা সকলে মিলে পঞ্চগড়কে এগিয়ে নিতে কাজ করবো।
২৯ মার্চ শনিবার বিকেলে জেলা সরকারি অডিটোরিয়ামের মুক্তমঞ্চে পঞ্চগড় পৌর বিএনপির আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা যদি একজন আরেকজনের প্রতিযোগী না হয়ে, প্রতিপক্ষ হই, তাহলে ক্ষতিটা যেমন আমাদের আন্তদলীয় হবে তেমনি ক্ষতিটা পঞ্চগড় জেলারও হবে।
পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল বারী।
এ ছাড়াও পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন রনিকের সঞ্চালনায় ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সাবেক সংসদ সদস্য জাসদ নেতা নাজমুল হক প্রধান,
জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসাইন, সাবেক ছাত্রনেতা জাসাস নেতা ইউনুস শেখ, বিএনপি নেতা আনোয়ার হোসেন, জাগপা নেতা নয়ন প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available