ভোলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ড. ইউনূস সরকারের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যা দেশের জন্য অনেকটাই পজেটিভ হবে এবং এটি দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে।
৫ এপ্রিল শনিবার দুপুরে ভোলায় গণমাধ্যমের সাথে দেশের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা চলাকালে এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
৬ এপ্রিল প্রয়াত পিতা ও ঢাকা সিটির সাবেক মেয়র এবং মন্ত্রী মরহম নাজিউর রহমান মঞ্জুর ১৭ তম মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে নিজ নির্বাচনী এলাকা ভোলায় আসেন বিজেপি চেয়ারম্যান পার্থ।
এ সময় তিনি গণমাধ্যমের সাথে কথা বলেন। পার্থ বলেন, বড় সংস্কারগুলো আগে প্রয়োজন। এজন্য আমরা ইউনূস সরকারকে সাহায্য করছি। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনে ব্যাপারে আমরা আশাবাদি।
আগের যেকোনো সময়ের চেয়ে তার দল বিজেপি এখন অনেক শক্তিশালী বলে মন্তব্য করে পার্থ বলেন, আগামী জুন মাস থেকে প্রার্থী নির্বাচনের ব্যাপারে আলাপ আলোচনায় যাবো। শুধু মাত্র সংস্কারের উপর নির্ভর করছে আগামীর নির্বাচন কেমন হবে এবং কাদের প্রার্থী করা হবে।
পার্থ আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রের বড় সংস্কারগুলো করা উচিত, যে সংস্কারগুলোর সাথে সবাই একমত হয়। কারণ, এতো বছর সংস্কারের কারণেই নির্বাচন হয়নি।
তিনি বলেন, জনপ্রতিনিধিদের কাছে জনগনের একটা আকাঙ্খা রয়েছে। সে বিষয়গুলো মাখায় রেখে নির্বাচনের দিকে যাওয়া উচিত।
আন্দালিব রহমান পার্থ বলেন, বাংলাদেশের যদি উন্নয়ন করতে হয়, তাহলে স্থানীয় সরকারগুলো নিয়ে ভাবতে হবে এবং বরাদ্দগুলো তাদের হাতে দিতে হবে।
এর আগে দলীয় হাজার হাজার নেতাকর্মী তাদের প্রিয় নেতাকে বরণ করতে ভোলা সদরের ইলিশা লঞ্চঘাট এলাকায় উপস্থিত হন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available