• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে চৈত্র ১৪৩১ সকাল ০৬:৩০:০৮ (13-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৩০শে চৈত্র ১৪৩১ সকাল ০৬:৩০:০৮ (13-Apr-2025)
  • - ৩৩° সে:

রাজনীতি

ফিলিস্তিনি হত্যাকাণ্ডের বিরুদ্ধে রুখে না দাঁড়ালে ধ্বংস অনিবার্য: মির্জা আব্বাস

১০ এপ্রিল ২০২৫ রাত ০৮:২১:৫৭

ফিলিস্তিনি হত্যাকাণ্ডের বিরুদ্ধে রুখে না দাঁড়ালে ধ্বংস অনিবার্য: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনি মুসলমানদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াচ্ছে না, তাদের ধ্বংস নেমে আসবে —এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

১০ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

গাজা ও রাফায় ইসরায়েলের বর্বর নৃশংসতার প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই কর্মসূচির আয়োজন করে।

সমাবেশ শেষে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ র‌্যালি বের হয়, যা কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, ইসরায়েল কেবল ফিলিস্তিন নয়, সারা বিশ্বের মুসলমানদের নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে। একে যদি এখনই প্রতিহত করা না যায়, তাহলে একে একে সব মুসলিম রাষ্ট্রকে তারা ধ্বংস করবে। পার্শ্ববর্তী দেশগুলোতেও মুসলমানদের ওপর নিপীড়ন বাড়ছে, আমরাও তা প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছি।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিবাদ দেখা যায়নি। এমনকি সুশীল সমাজ থেকেও কোনো প্রতিক্রিয়া আসেনি, যা অত্যন্ত হতাশাজনক।

তিনি বলেন, বিএনপি সবসময় মানবতার পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আমরা মুসলমান, আমরা মানবিক—এই ন্যূনতম দায়বদ্ধতা থেকেও ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো উচিত।

বৃহস্পতিবার দুপুরের পর থেকেই নয়াপল্টনে জমায়েত হতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। তারা মাথায় প্রতিবাদী ফিতা, হাতে ফিলিস্তিনের পতাকা ও নানা স্লোগানযুক্ত প্ল্যাকার্ড নিয়ে ‘গাজা হত্যাযজ্ঞ বন্ধ করো’, ‘ফিলিস্তিনের পক্ষে, বর্বরতার বিরুদ্ধে’ ইত্যাদি শ্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু। র‌্যালিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

বিএনপি জানায়, একই দিনে সারাদেশের সকল মহানগরে এই প্রতিবাদ ও সংহতি কর্মসূচি পালিত হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ