পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশকে দখল করা এত সহজ? এত সহজ না। ভারত বরং দখল হয়ে যাচ্ছে। একদিকে ভারতকে পাকিস্তান গুঁতা দিচ্ছে, অন্যদিকে চীন। ভারত চীন কে সামলাতে তাদের জান শেষ সুতরাং আপনারা বাংলাদেশের সাথে লাগতে আসিয়েন না। যদি তিন দিক থেকে গুঁতা শুরু করে আপনারা টিকতে পারবেন না।
২৬ এপ্রিল শনিবার দুপুরে পঞ্চগড়ে গণ-অধিকার পরিষদের আয়োজনে চৌরঙ্গীর মুক্ত মঞ্চের গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর (ভিপি নূর) এসব কথা বলেন।
তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা চাই ভারতের সাথে আমাদের একটা বন্ধুত্ব ছিল, আমাদের একটা বন্ধুত্বসুলভ সম্পর্ক হবে। একটা ন্যায্যতার সম্পর্ক হবে। গোলামের সম্পর্ক নয়। আমার দেশের মানুষ সীমান্তে মরে সে সময় সরকারের পক্ষ থেকে কোন প্রতিবাদ করা হয়নি। বরং সরকারের মন্ত্রীরা নিলজ্জ বেহায়ার মত বলেছে ভারতের সাথে আমাদের স্বামী- স্ত্রীর মতো সম্পর্ক।
এই নির্লজ্জ বেহায়ারা জনগণের প্রতিরোধের মুখে দেশ থেকে পালিয়ে এখন ভারতে আশ্রয় গ্রহণ করেছে। অনেকে নাম পরিবর্তন করে হিন্দু নাম দিয়েছে। তার মানে প্রমাণিত যে, আওয়ামী লীগ ভারতের একটা এক্সটেনশন। ভারতের একটা গোলামি করার রাজনৈতিক দল । এই জুলাইয়ে গণঅভ্যুত্থানে শুধুমাত্র আওয়ামী লীগের ফ্যাসিবাদের পতন ঘটেনি, বরং ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যকে উচ্ছেদ করা হয়েছে। হিসাব পরিষ্কার, এই ২৪ এর গণঅভ্যুত্থানের পরবর্তীতে আওয়ামী লীগের ঠিকানা হবে না। আওয়ামী লীগ আর বাংলাদেশের রাজনীতি করতে পারবে না।
এ সময় তিনি আরও বলেন, ঢাকার মোহাম্মদপুরে তার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বলেছিলাম আওয়ামী লীগের সাথে আমাদের কোন আপোষ হবে না। রাজনৈতিক দলগুলো ভুলে গেলে চলবে না। রাজনৈতিক দলগুলোর সুবিধাবাদী, ভাওতাবাজির চিন্তাভাবনার কারণে ১৬ বছর তাদের ডাকে জনগণ রাস্তায় নামে নাই। এই ছাত্র জনতা বিশ্বাস করে বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণের জন্য বুক পেতে দেয়।
পঞ্চগড় জেলার আহ্বায়ক মো. মাহফুজার রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নূর আসাদ, গণ-অধিকার পরিষদের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাসুদ মুন্নাফ প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available