রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কে ব্যাটারিচালিত অটোরিক্সার উপর গাছ ভেঙে পড়ে। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে ওই সড়কে। তবে ভাগ্যক্রমে অক্ষত রয়েছেন অটোরিক্সার চালক। গাছ পড়ার কারণে দুই পাশে দীর্ঘ কয়েক কিলোমিটার সড়কজুড়ে যান তৈরি হয়, ফলে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
২ মে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রাঙ্গুনিয়া উপজেলা চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ইউনুছিয়া মাদ্রাসা গেট এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে গাছ কেটে সড়ক থেকে অপসারণ করলে যান চলাচল স্বাভাবিক হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, অতিবৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে একটি বড় শিশু গাছের ঢাল কাপ্তাই সড়কের উপর ভেঙে পড়ে। এসময় একটি ব্যাটারিচালিত অটোরিক্সা দুমড়ে-মুচড়ে যায়। তবে ভাগ্যক্রমে গাড়ির চালক মোহাম্মদ ফারুক প্রাণে রক্ষা পান। ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অটোরিক্সা চালক মো. ফারুক জানান, ‘রিক্সা চালিয়ে লিচুবাগান থেকে চৌধুরী গোট্টা এলাকার দিকে আসার পথে বৃষ্টির কবলে পড়ি। এসময় একটি বড় গাছের ঢাল ভেঙে আমার গাড়ির উপর পড়লে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। তবে আমি ভাগ্যক্রমে সরে যেতে সক্ষম হয়েছি।’
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন বলেন, ‘ভারীবৃষ্টিতে ঝড়ো হাওয়ার কারণে গাছটির বড় একটি ঢাল সড়কে ভেঙে পড়ে। খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় সরিয়ে নিতে সক্ষম হই।’
উল্লেখ্য চট্টগ্রাম-কাপ্তাই সড়কে প্রায়শই গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটছে। এমনকি সামান্য বাতাসেও সড়কের পাশের গাছের ডালপালা ভেঙে ঘণ্টার পর ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সড়কের পাশের শতশত মরা গাছ, অনেক গাছের গোড়ার মাটি সরে যাওয়া এবং সড়কের উপর ঝুঁকে থাকায় গাছগুলো এভাবে বার বার ভেঙে পড়ছে বলে মনে করছেন স্থানীয়রা। এটি সড়কে নতুন আপদ হিসাবে দেখা দিয়েছে। কিন্তু সংশ্লিষ্টদের এই নিয়ে তেমন কোনো তৎপরতা দেখা যায় না বলে অভিযোগ স্থানীয়দের।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available