• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:৪৯:৩০ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:৪৯:৩০ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

জনদুর্ভোগ

কেরানীগঞ্জে ব্রিজ দখল করে ফলের দোকান, ভোগান্তিতে পথচারিরা

১৭ আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:১৩:৪৪

কেরানীগঞ্জে ব্রিজ দখল করে ফলের দোকান, ভোগান্তিতে পথচারিরা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে জনসাধারণের চলাচলের ব্রিজ দখল করে ফলের দোকান স্থাপন করায় ভোগান্তিতে পড়েছে ব্রিজ দিয়ে চলাচলকারী লোকজন। পাশাপাশি ফলের দোকানের উচ্ছিষ্ট ও ময়লা আবর্জনা ব্রিজের উপর থেকেই খালের মধ্যে ফেলে দেওয়ায় খালের মুখ ভরাট হয়ে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। আর সব দোকান থেকে এলাকার প্রভাবশালীরা চাঁদা তোলার কারণে দোকানদাররা নিজেদের বৈধ মনে করে উল্টো পথচারীদের সাথে দুর্ব্যবহার করে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ বাজারের পাশ দিয়ে বয়ে চলা শুভাঢ্যা খালের উপর পাশাপাশি দুটি ব্রিজ রয়েছে। এই স্থানটি গুদারাঘাট জোড়া ব্রিজ নামে পরিচিত। একটি ব্রিজের উপর দিয়ে যানবাহন চলাচল করে অপর ব্রিজের উপর দিয়ে জনসাধারণ হেঁটে চলাচল করে। ৫ ফুট চওড়া এই পায়ে হাঁটার ব্রিজের অন্তত ৩ ফুট দখল করে গড়ে তোলা হয়েছে ১৫টি মৌসুমি ফলের দোকান। ব্রিজের উপর থেকে নিচে তাকাতেই দেখা গেছে যায়, ফলের দোকানের উচ্ছিষ্ট ও ময়লা আবর্জনা ফেলে স্তূপ করে রাখা হয়েছে।

ব্রিজের উপর দিয়ে চলাচলকারী পথচারী আনোয়ার হোসেন বলেন, গুদারঘাট পোশাক পল্লীর কয়েক হাজার কর্মচারীসহ আশেপাশের স্থানীয় বাসিন্দারা এই ব্রিজের উপর দিয়ে চলাচল করে। প্রতিদিন দুপুরে খাবারের বিরতির সময় ব্রিজের উপর চলাচলের জন্য মানবজট তৈরি হয়। ব্রিজ দখল মুক্ত করতে গেলে দোকানদার উল্টো আমাদের হুমকি দেয়। আমরা টাকা দিয়ে এখানে দোকান করি, যারা টাকা নেয় তাদের সাথে কথা বলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ব্রিজের উপরের এক দোকানি বলেন, আমরা গরিব মানুষ ফুটপাতে দোকানদারি করে খাই, তবে ফ্রি না। প্রতিদিন এলাকার প্রভাবশালী ও পরিষ্কারের জন্য ঝাড়ুদারদের নির্দিষ্ট হারে টাকা দিয়ে এখানে ব্যবসা করছি।

এ প্রসঙ্গে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ জানান, জনগণের চলাচলের জন্য ব্রিজ স্থাপন করা হয়েছে। এটা দখল করে দোকানপাট তৈরির কোন সুযোগ নেই। যত দ্রুত সম্ভব দখলদারদের উচ্ছেদ করে ব্রিজ জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধনবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন
১৬ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৯:১২:২০


পদ্মায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের হিড়িক
১৬ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:২৮:৫০