• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:৩৬:১৭ (08-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:৩৬:১৭ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

ধর্ম ও জীবন

যিলহজের প্রথম দশকের বিশেষ কিছু আমল

৮ জুন ২০২৪ দুপুর ১২:৪০:৫৪

যিলহজের প্রথম দশকের বিশেষ কিছু আমল

ইসলামি জীবনধারা: মহান আল্লাহর গণনায় বছরে মাস ১২টি। এরমধ্যে ৪টি মাসকে সম্মানিত ঘোষণা করা হয়েছে। যে মাসগুলোতে যুদ্ধ-বিদ্রোহ ও রক্তপাতকে হারাম ঘোষণা করেছেন তিনি। তন্মধ্যে জিলহজ মাস একটি।

হাদিস শরিফের বর্ণনা মতে- এ মাসের প্রথম ১০ দিনের রয়েছে বিশেষ আমল ও ফজিলত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিলহজ মাসের প্রথম ১০ দিনের ব্যাপারে অত্যধিক গুরুত্বারোপ করেছেন।

চলতি জুন মাসের ৭ তারিখ ২৯ জিলকদ সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় সম্মানিত মাস জিলহজ শুরু হয়। ৮ জুন জিলহজ মাসের প্রথম দিন। সে হিসাবে ঈদুল আজহা ও কোরবানির তারিখ মধ্যপ্রাচ্যে ১৬ তারিখ ও বাংলাদেশে হবে ১৭ জুন।

কোরআন ও হাদিসের আলোকে জিলহজ মাসের প্রথম দশকের বিশেষ ১০ আমল-

১. অধিক পরিমাণে আল্লাহর জিকির করা। আল্লাহ বলেন, যেন তারা তাদের জন্য স্থাপিত কল্যাণসমূহ প্রত্যক্ষ করে এবং নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর নাম উচ্চারণ করে। [সূরা হজ্ব : ২৮]

হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, এ আয়াতে নির্দিষ্ট দিন বলে যিলহজের প্রথম দশককে বোঝানো হয়েছে। [তাফসিরে ইবনে কাসির : ৫/৪১৫]

২. নেক আমল ও ভালো কাজের প্রতি বিশেষভাবে যত্নবান হওয়া। কেননা, মহান আল্লাহর নিকট অন্যান্য সময়ের আমলের চেয়ে যিলহজ মাসের প্রথম দশ দিনের আমল অধিক প্রিয়। [সহিহ বুখারি : ৯৬৯, আবু দাউদ : ২৪৩৮]

৩. অন্য সময়ের তুলনায় এই দিনগুলোতে গুনাহ ছেড়ে দেওয়ার ব্যাপারে অধিক সচেষ্ট থাকা। [সূরা তাওবা : ৩৬, আবু দাউদ : ২৪৩৮]

৪. সামর্থ্য থাকলে হজ করা। হজের মূল কার্যক্রম এই দশকেই হয়ে থাকে। [ সূরা আল ইমরান : ৯৭]

৫. সামর্থ্য থাকলে কুরবানি করা। মহান আল্লাহ বলেন, তুমি নিজ প্রতিপালকের জন্য সালাত আদায় করো ও কুরবানি করো। এতে ইব্রাহিম (আ.) এর ত্যাগের মহিমা মানব জাতির মধ্যে ফুটে উঠে [সূরা কাউসার : ২]

৬. কুরবানি করতে ইচ্ছুক ব্যক্তির কুরবানি করার আগ পর্যন্ত নখ, চুল ও অবাঞ্ছিত লোম পরিষ্কার করা থেকে বিরত থাকা। [সহিহ মুসলিম : ৫০১৫]

এ হাদিসে যদিও কুরবানিদাতাকে চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে বলা হয়েছে, তবে বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায়, যাদের কুরবানি করার সামর্থ্য নেই, তারাও ফযিলতপূর্ণ এ আমলটি করতে পারেন।

৭. অধিক পরিমাণে তাকবির, তাহমীদ ও তাহলীল পাঠ করা। অর্থাৎ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ পড়া। রাসুল (সা.) বলেছেন, এ দিনগুলোতে তোমরা অধিক পরিমাণে তাকবির, তাহমীদ ও তাহলীল পাঠ করো। [আল-মুজামুল কাবির]

. তাকবিরে তাশরিকের দিনগুলোতে প্রত্যেক সালাতের শেষে বিশেষভাবে তাকবিরে তাশরিক পাঠ করা। অর্থাৎ ৯ যিলহজ ফজর থেকে ১৩ যিলহজ আসর পর্যন্ত প্রতি নামাজের পর একবার 'আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ' পাঠ করা। [মুসান্নাফে আবি শাইবা : ৫৬৩১]

৯. প্রথম নয়দিন রোজা রাখা। কোনো কোনো বর্ণনায় যিলহজের প্রথম নয় দিনই সিয়াম পালনের নির্দেশনা পাওয়া যায়। তাছাড়া এই দিনগুলোর নেক কাজ আল্লাহর প্রিয় হওয়ায় এর সব দিনেই নফল সিয়াম রাখা যায়। অনেক ইমামগণও যিলহজের প্রথম নয় দিন সিয়াম পালন করাকে মুস্তাহাব বলেছেন।

১০. আরাফার দিন বিশেষভাবে রোযা রাখা। কেননা, আরাফার দিনে রোযা রাখলে আল্লাহ তার পেছনের এবং সামনের এক বছরের (সগিরা) গুনাহ ক্ষমা করে দেন। [সহিহ মুসলিম : ১১৬২]

জিলহজ্জের এই প্রথম ১০ দিনের একটি মুহুর্তও আমরা কেউ অবহেলায় কাটাব না। যার যা চাওয়ার আছে আল্লাহ তায়ালার কাছ থেকে চেয়ে নিব। আল্লাহ তায়ালা সকলকে কুরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন ধারণের তাওফিক দান করুন। মানব জাতির ইহ জগত ও পরকালের মঙ্গল হোক (আমিন)

লেখক: 
এইচ এম জহিরুল ইসলাম মারুফ,
মুহাদ্দিস - জামিয়া ইসলামিয়া মারকাযুদ দ্বীন, তিতাস, কুমিল্লা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কুষ্টিয়ায় ছাত্রদলের ২ নেতা বহিষ্কার
৭ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:০৬:৪৪

নওগাঁয় মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:১৫

গাজীপুরে বিয়ের দাবিতে ৩ সন্তানের জননীর অনশন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:২০