• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:৩৮:৪৮ (08-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:৩৮:৪৮ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

ধর্ম ও জীবন

আল্লাহর জন্য ত্যাগ স্বীকারের নামই কুরবানি

১৮ জুন ২০২৪ সকাল ১১:৩৮:২৮

আল্লাহর জন্য ত্যাগ স্বীকারের নামই কুরবানি

লেখক, এইচ এম জহিরুল ইসলাম মারুফ: কুরবানি গুরুত্বপূর্ণ ওয়াজিব একটি ইবাদত। শুধুমাত্র আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য কুরবানি পালন করলে অনেক ফজিলত রয়েছে। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনুল কারিমে কুরবানি পালন করতে রাসুলুল্লাহ (সা.) এর প্রতি নির্দেশনা দিয়েছেন। রাসুলুল্লাহ (সা.) হাদিস শরিফেও কুরবানি পালনের অনেক ফজিলত বর্ণনা করেছেন।

হজরত যায়েদ ইবনে আরকাম (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) এর সাহাবিরা তাঁকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসুল! এই কুরবানি কী? রাসুলুল্লাহ (সা.) জবাব দিলেন, এটা তোমাদের পিতা হজরত ইবরাহিম (আ.) এর সুন্নত বা আদর্শ। এরপর তারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসুল! এতে আমাদের জন্য কী উপকার বা সওয়াব রয়েছে? তিনি বললেন, কুরবানির পশুর প্রতিটি পশমের পরিবর্তে একটি করে নেকি রয়েছে।

এরপর সাহাবায়ে কেরাম আবার জানতে চাইলেন, হে আল্লাহর রাসুল! ভেড়া, দুম্বার পশমের ব্যপারে কী কথা? তিনি বললেন, এর প্রতিটি পশমের বিনিময়েও একটি করে নেকি পাওয়া যাবে।’’ -[ইবনে মাজাহ, মিশকাত শরিফ]। হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, ‘রাসুলুল্লাহ (সা.) মদিনায় দশ বছর জীবন যাপন করেছেন, সেখানে প্রতি বছরই তিনি কুরবানি করেছেন।’ -[তিরমিজি]

এজন্য কুরবানি করব একমাত্র আল্লাহর জন্যই। আল্লাহ তাআলা ইরশাদ করেন:-

আল্লাহর কাছে না পৌঁছে তাদের (কুরবানির পশুর) গোশত আর না তাদের রক্ত, বরং তাঁর কাছে তোমাদের তাকওয়াই পৌঁছে। এমনিভাবে তিনি সেগুলো (পশুগুলো) তোমাদের জন্য বশ করে দিয়েছেন। যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা কর। কারণ, তিনি তোমাদের পথপ্রদর্শন করেছেন। আর আপনি সৎকর্মশীলদের সুসংবাদ শুনিয়ে দিন। -[সূরা হজ্ব : ৩৭]

আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন:-

আপনি বলে দিন, নিশ্চয় আমার রব  আমাকে সরল পথ প্রদর্শন করেছেন, (যা) বিশুদ্ধ ধর্ম, ইবরাহীমের দ্বীন। যিনি ছিলেন (আল্লাহর আনুগত্যে) একনিষ্ঠ এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। আপনি বলুন, আমার সালাত, আমার কুরবানি (ব্যাপক অর্থে সকল ইবাদত), আমার জীবন ও আমার মরণ জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। তাঁর কোনো শরীক নেই। আমি এরই জন্য আদিষ্ট হয়েছি এবং আমি মুসলিমদের একজন। -[সূরা আনআম : ১৬১-১৬৩]

অতএব কুরবানি হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য হাছিলের জন্য। আল্লাহ তায়ালা আমাদের সকলকে একনিষ্ঠভাবে শুধুমাত্র তার সন্তুষ্টির জন্যই কুরবানি করার তাওফিক দান করুন। আমিন।

লেখক: 
এইচ এম জহিরুল ইসলাম মারুফ,
মুহাদ্দিস - জামিয়া ইসলামিয়া মারকাযুদ দ্বীন, তিতাস, কুমিল্লা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কুষ্টিয়ায় ছাত্রদলের ২ নেতা বহিষ্কার
৭ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:০৬:৪৪

নওগাঁয় মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:১৫

গাজীপুরে বিয়ের দাবিতে ৩ সন্তানের জননীর অনশন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:২০