• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা কার্তিক ১৪৩১ সন্ধ্যা ০৬:২৮:০৬ (18-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা কার্তিক ১৪৩১ সন্ধ্যা ০৬:২৮:০৬ (18-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পূজা কমিটির যুগ্ম-সম্পাদকের আমন্ত্রণেই মণ্ডপে ইসলামি সঙ্গীত : সিএমপি

১২ অক্টোবর ২০২৪ সকাল ০৮:৩৬:৩০

পূজা কমিটির যুগ্ম-সম্পাদকের আমন্ত্রণেই মণ্ডপে ইসলামি সঙ্গীত : সিএমপি

চট্টগ্রাম প্রতিনিধি: পূজামণ্ডপের মঞ্চে ইসলামী সংগীত পরিবেশনকে ঘিরে জন্ম নেয় তর্ক-বিতর্ক, সমালোচনা। এরপর থেকে নেপথ্যের কারণ জানতে চান নেটিজেনরা। যদিও পরিস্থিতি শান্ত রাখতে সব ধরনের উদ্যোগ নেয় স্থানীয় প্রশাসন। ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দেন জেলা প্রশাসক। তার আগেই গ্রেফতার করা হয় দুজনকে। এরইসঙ্গে জানা যায়, পূজা উদযাপন কমিটির যুগ্ম-সম্পাদকের আমন্ত্রণেই মণ্ডপে ইসলামি সঙ্গীত পরিবেশন করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার রইছ উদ্দিন ১১ অক্টোবর শুক্রবার সকালে সিএমপি কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, চট্টগ্রামের জেএমসেন হলে পূজা উদযাপন কমিটির যুগ্ম-সম্পাদক সজল দত্তের আমন্ত্রণে মঞ্চে ইসলামি সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা।

সংবাদ সম্মেলনে সিএমপির উপকমিশনার জানান, যদিও কোনো মামলা হয়নি, তারপরও এ ঘটনায় দুই শিল্পীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে মেট্রোপলিটন পুলিশ।

রইছ উদ্দিন আরও বলেন, পূজা উদযাপন কমিটির যুগ্ম-সম্পাদক সজল দত্তের আমন্ত্রণে চট্টগ্রাম কালচারাল একাডেমির সদস্যরা মঞ্চে দুটি গান পরিবেশন করেন। পরে কমিটির পক্ষ থেকে তাঁদের ধন্যবাদও দেওয়া হয়। এরপর এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ঘটনায় রাতেই অভিযান চালায় পুলিশ। নগরীর তানজিবুল উম্মাহ ও দারুল ইরফান একাডেমির দুই শিক্ষক শিল্পী শহিদুল করিম ও নুরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অন্যদেরও আটকে অভিযান চলছে।

সিএমপির এই উপকমিশনার আরও বলেন, পূজা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক সজল দত্তকেও এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোনো উদ্দেশ্য নিয়ে এ ঘটনা হয়েছে কি না সে বিষয়েও বিচার-বিশ্লেষণ চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





রাঙামাটিতে আবারও কোটি টাকার সিগারেট জব্দ
১৮ অক্টোবর ২০২৪ বিকাল ০৪:২৫:২৯