লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে দুর্বৃত্তরা রাতের আঁধারে মোস্তফী ঋকার পাঠ সার্বজনীন দুর্গা ও কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরে এবং মন্দিরের মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। জেলার সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মুস্তফী বাওয়াটারী গ্রামে মোস্তফী ঋ-কার পাঠ সার্বজনীন দুর্গা ও কালী মন্দিরে এ ঘটনা ঘটে।
৮ নভেম্বর শুক্রবার সকালে মন্দিরের পূজারি ও তার স্ত্রীসহ পূজা করতে আসলে তিনি এই ঘটনা দেখতে পান। এতে তারাসহ সনাতন ধর্মাবলম্বীরা আতঙ্কিত হয়ে পড়েন।
পরে মন্দিরের সভাপতি রঞ্জিত চন্দ্র রায় ও সেক্রেটারি জীবন চন্দ্র রায় বিষয়টি অবহিত করেন। রাতের আধাঁরে কে বা কারা ওই ঘটনা ঘটিয়েছে কেউ বলতে পারছে না। এটি একটি ন্যাক্কার জনক ঘটনা। কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর ও লুটপাটের সংবাদ ছড়িয়ে পড়লে জেলাজুড়ে চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়।
এলাকাবাসী জানান, আমাদের মন্দিরে যে কুচক্র মহলটি নেককার জনক ঘটনাটি ঘটিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন তারা। মন্দিরের সভাপতি-সাধারণ সম্পাদক বলেন, মন্দিরে প্রতিমা ভাঙচুর যে চক্র মহল করেছেন, তাদের দ্রুত বাহির করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাদের ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতেছি। এ ব্যাপারে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available