রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের মধ্য দিয়ে চট্টগ্রামের রাউজান উপজেলার ফতেনগর গ্রামের পুরনো বৌদ্ধ বিহার শান্তিনিকেতন বৌদ্ধ বিহারের দুশ’ বছর পূর্তি, ভদন্ত দিকপাল মহাস্থবিরের গণসংবর্ধনা এবং কর্মযোগী ভদন্ত বিপুলবংশ মহাস্থবিরের বরণোৎসব ২৬ ও ২৭ ডিসেম্বর বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
দুই দিনব্যাপী এই বৌদ্ধ সম্মেলনের দ্বিতীয় দিন শুক্রবার দুপুরে মহাস্থবীর বরণ ও সদ্ধর্মসভা বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ভদন্ত ধর্মপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে প্রধান জ্ঞাতী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ভদন্ত ধর্মপ্রিয় মহাস্থবির। এতে উদ্বোধক ছিলেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের সভাপতি কর্মদূত ভদন্ত জিনালংকার মহাস্থবির। ধর্মানুষ্ঠানে প্রধান ধর্মদেশক ছিলেন মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাস্থবির ও মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত ড. সংঘপ্রিয় মহাস্থবির।
আশিষ বড়ুয়া ও শুক্লা বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সিনিয়র যুগ্ম সমন্বয়কারী অবসরপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কান্তি বড়ুয়া। বক্তব্য রাখেন, উদযাপন পরিষদের কার্যকরী সভাপতি বিন্দু ভূষন বড়ুয়া, সাধারণ সম্পাদক সুজন বড়ুয়া।
এতে বিশেষ সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের মহাসচিব বিপুলেসন মহাস্থবীর, মোগলটুলি শাক্যমুনি বৌদ্ধ বিহারের পরিচালক ভদন্ত তিলোকবংশ মহাস্থবির, সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব ভদন্ত এস লোকজিৎ মহাস্থবীর ও সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ভদন্ত লোকবংশ স্থবির।
বিশেষ সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত বিনয়পাল মহাস্থবির, ধর্মপাল মহাস্থবির, সুমঙ্গল মহাস্থবির, শাসনপ্রিয় মহাস্থবির, জিনানন্দ মহাস্থবির, শাসনরক্ষিত মহাস্থবির, জিনরতন মহাস্থবির প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available