• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে পৌষ ১৪৩১ বিকাল ০৩:০৯:৩২ (11-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে পৌষ ১৪৩১ বিকাল ০৩:০৯:৩২ (11-Jan-2025)
  • - ৩৩° সে:

ধর্ম ও জীবন

কুষ্টিয়ায় সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ

১১ জানুয়ারী ২০২৫ সকাল ১১:২৪:২৩

কুষ্টিয়ায় সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি: টঙ্গী ইজতেমা মাঠে হামলাকারীদের দ্রুত গ্রেফতার, বিচার ও সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়া শহরের বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম।

১০ জানুয়ারি শুক্রবার বাদ আসর বড় বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ে সমাবেশ করে।

সমাবেশে হেফাজতে ইসলাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুফতি আব্দুল হামিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক, উপদেষ্টা আবু দাউদ, সিনিয়র সহ-সভাপতি শামসুল হক, সহ-সভাপতি আব্দুর রউফ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ খান, সাংগঠনিক সম্পাদক আফজল হুসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, টঙ্গীর ইজতেমা মাঠে বারবার হামলাকারী সাদপন্থিদের সব কর্মকাণ্ড নিষিদ্ধ এবং টঙ্গী হত্যাকাণ্ডে জড়িতদের জামিন বাতিল করে দ্রুত গ্রেফতার ও বিচার করতে হবে। টঙ্গী ইজতেমার মাঠে হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত তাদের বাংলার মাটিতে কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না। দেশের সব মসজিদে তাদের কার্যকলাপও নিষিদ্ধ করতে হবে।

বক্তারা বলেন, বিশ্বের ওলামায়ে কেরাম সাদপন্থিদের ভ্রান্ত ও কুফরি আকিদাগুলো তুলে ধরেছেন। তারা সংশোধন না করে প্রমাণ করেছেন, তারা বাতিল ও পথভ্রষ্ট। এজন্যই বাংলার জমিন থেকে সাদপন্থিদের নিষিদ্ধ করতে হবে।

বক্তারা আরও বলেন, একটা ইজতেমা হবে। সাদপন্থিদের ইজতেমা করতে দেওয়া হবে না। দুইটা ইজতেমা হবে না। সাদপন্থিদের তাবলিগ করতে দেওয়া হবে না। খুন করে তারা জামিন পেয়ে যায়। তারা প্রকাশ্যে খুন করল, তারা প্রকাশ্যে জামিন পেয়ে যায়। তাদের জামিন বাতিল করতে হবে। আমরা হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কেরানীগঞ্জে অটোচালক হত্যার ঘটনায় আটক ১
১১ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:৪১:১০




ঢাকা-সিলেট মহাসড়কের বাইপাস বন্ধের দাবি
১১ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:০৮:৩২