এম ওয়াই আলাউদ্দিন :সুষ্ঠু, সুশৃংখল, আধুনিক ও উন্নত হজ ব্যবস্থাপনায় এই বছর হজ যাত্রীদের সেবায় রোবট, উড়ন্ত টেক্সি,এআইসহ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, রিও ভাইরাস সম্পর্কে সতর্কীকরণ, ১ ফেব্রুয়ারি থেকে সৌদি আরবে ভ্রমণকারীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করার মাধ্যমে সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে তিন দিনব্যাপী হজ মেলা।
উদ্বোধনী অনুষ্ঠানে সৌদি আরবে আগত হজযাত্রীদের বিড়ম্বনাহীন সুষ্ঠু ও সুশৃংখল হজ ব্যবস্থাপনা উপহার দেয়ার অঙ্গীকার করেছেন সৌদি সরকার, জেদ্দায় হজ ও ওমরা এক্সিবিশন উদ্বোধন কালে সৌদি হজ ও ওমরা মন্ত্রী তৌফিক মিন ফাওজান আল রাবিয়া এ তথ্য জানান
বাংলাদেশসহ ৮৭ টি দেশের ধর্মমন্ত্রী ও বেসরকারি হজ ব্যবস্থাপনার প্রতিনিধিগণ ও হজের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা এই মেলায় অংশ নেন
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন, ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রমাণিক, হজ অনু বিভাগের অতিরক্ত সচিব মতিউল ইসলাম , কাউন্সিলর হজ্জ মোঃ জহিরুল ইসলাম, কন্সাল হজ মোহাম্মদ আসলাম উদ্দিন।
এক ছাতার নিচে বাংলাদেশের বেসরকারি হজ এজেন্সি গুলো হজ যাত্রীদের জন্য পছন্দমত মুয়াল্লেম, ক্যাটারিং সার্ভিস বেঁচে নিতে পারাই খুশি এজেন্সি প্রতিনিধিরা এমনটি জানিয়েছেন বাংলাদেশ থেকে আগত টার্গো ফ্লাই হজ এজেন্সির স্বত্বাধিকারী আলহাজ্ব আলিউর রহমান নির্বিঘ্নে হজ পালনে বাংলাদেশী হজযাত্রীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সৌদি মোয়াল্লেম সার্ভিস কোম্পানি। সৌদি মোয়াল্লেম ও আসরাকাত কোম্পানির প্রতিনিধি সামি আলি আল-ঘামদি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available