নারায়ণগঞ্জ প্রতিনিধি: ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এবার অ্যাপ,ডিভাইসের আধুনিক প্রযুক্তির সুযোগ সুবিধার আওতায় আসছে হজ্জ যাত্রীরা। পবিত্র হজ্জ পালনের জন্য হজ্জ এজেন্সি (হাব) এর সঙ্গে বৈঠক এবং প্রধান উপদেষ্টার নির্দেশে হজ্জ ম্যানেজমেন্ট সেন্টার করার উদ্যোগ নেয়া হয়েছে। আশকোনায় হজ্জ ক্যাম্পে প্রি অ্যারাইভাল ভিসার পাশাপাশি হাজীদের লাগেজে ডিভাইস লাগিয়ে দিবে। এতে হাজীদের সৌদি আরবে অবস্থানকালে বাংলাদেশে বসে পরিবারের সদস্যরা জানতে পারবে স্বজনদের অবস্থান।
৫ মার্চ বুধবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলা আর্দশনগর এলাকায় জামিয়া তালীমিয়া মাদ্রাসা( ঢাকা) একটি ধর্মীয় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, অসুস্থদের সেবায় ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট নিয়ে যাবে। অপারেশন ও ডায়ালাইসিস রোগীদেরও সকল ধরনের ব্যবস্থা থাকবে।
বিশ্বে একই দিনে ঈদ আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবনার বিষয়ে তিনি বলেন, আলেম ওলামাদের ভিন্নমত রয়েছে। বিজ্ঞ আলেম মুফতী সাহেবরা বসে সিদ্ধান্ত নিতে পারেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা) সহ বিভিন্ন মাদ্রাসার মাওলানা ও শিক্ষার্থীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available