নিজস্ব প্রতিবেদক: আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ হজরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ) বলেছেন- ইসলাম শান্তির ধর্ম। অশান্তি কিংবা বিশৃঙ্খল জীবন কাহারও কাম্য নয়। বছরের মধ্যে এক মাস আমাদের জন্য রোজা মহান আল্লাহ তায়ালা ফরজ করেছেন। যাতে রোজাদারগণ এর তাৎপর্য ও শিক্ষা উপলব্ধি করে তদনুযায়ী আমল করতে পারে।
রোজা আমাদেরকে প্রথমত তাকওয়া অর্জনের শিক্ষা দেয়। রোজা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই মানুষ রেখে থাকে। কেননা মানুষ চাইলে লোকচক্ষুর অন্তরালে পানাহার করতে পারে ; কিন্তু একজন রোজাদার তা করে না। সে একনিষ্ঠভাবে মহান আল্লাহর সন্তুষ্টি কামনা করে রোজা রাখে। আর এটাকেই বলা হয় ইখলাস। আর আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য ইসলামই পূর্বশর্ত।
পীর সাহেব বলেন, রোজা আমাদের এই ইখলাস অর্জন করতে শেখায়। অপরদিতে রমজান সহমর্মিতার মাস। ধনাঢ্য ব্যক্তি যখন রোজা রাখেন, তখন তিনি বুঝতে পারেন যে, উপবাস থাকার যন্ত্রণা কতটা কষ্টদায়ক! তখন তিনি দরিদ্রদের প্রতি সহমর্মী হন। রমজানের পরে বাকি সময়ও যেন আমরা সহমর্মী হই, রোজা আমাদেরকে সে শিক্ষাই দেয়। এছাড়াও গিবত তথা পরনিন্দা, অশ্লীলতা সহ বিভিন্ন পাপাচার থেকেও আমাদেরকে রোজা বিরত থাকতে শিক্ষা দেয়। সুতরাং রোজার বিভিন্ন ধরনের শিক্ষা আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে সক্ষম।
১১ মার্চ মঙ্গলবার বাদ জোহর ছারছীনা দরবার শরীফের তিন দিনব্যাপী বার্ষিক মাহফিলের প্রথম দিন উপস্থিত মেহমান বৃন্দদেরকে উদ্দেশ্য করে একথা বলেন।
ছারছীনা দরবার শরীফের বার্ষিক মাহফিলে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবের সম্পাদক ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিনের সভাপতি আলহাজ এ এম এম বাহাউদ্দীন ছাহেব।
তিন দিনব্যাপী মাহফিলের ১ম দিন গুরুত্বপূর্ণ আলোচনা করেন ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দীনিয়ার নায়েবে মদির মাওলানা মো. মামুনুল হক, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দীনিয়ার মাওলানা আ. জ. ম. ওবায়দুল্লাহ, ছারছীনা আলিয়া মাদ্রাসার মুফাচ্ছির মাওলানা আ. জ. ম. অহিদুল আলম প্রমুখ।
মাহফিলের ২য় দিন আজ দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে হজরত পীর ছাহেব কেবলা আখেরি মুনাজাত পরিচালনা করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available